বিনোদন

আজম খান, আইয়ুব বাচ্চু ও জেমসের গান গেয়ে লস এঞ্জেলেসে মঞ্চ কাঁপালেন নোবেল

সেই তুমি কেন অচেনা হলে..., কারার ঐ লৌহ কপাট..., বিদ্যাশ্রম... এরকম কালজয়ী বিভিন্ন গান গেয়ে লস এঞ্জেলেসে মঞ্চ কাঁপালেন দুই বাংলার নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, বহুল আলোচিত সা-রে-গা-মা রিয়েলিটি শো’র রানারআপ নোবেল।
গত শনিবার লস এঞ্জেলেসের ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস ক্লাবের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আজম খান, আইয়ুব বাচ্চু ও  জেমস-সহ বিখ্যাত শিল্পীদের গান গেয়ে মুদ্ধ করে তুলেন প্রবাসীদের।

সদ্য সমাপ্ত টেবিল টেনিস প্রতিযোগিতা এবং এলএ বেঙ্গল ক্রিকেট টিমকে সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ফ্রেন্ডস ক্লাব। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের প্রেসিডেন্ট ফেরদৌস খান,  চেয়ারম্যান এম কে জামান, সেক্রেটারি শাহিন রশিদ ও ফ্রেন্ডস ক্লাবের ফাউন্ডার মেম্বার শফিউল আলম বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীন কমিউনিটি নেতা সালিক সুবহান।
জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধুরী ও রশনি আলমের উপস্থাপনায়  অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর লস এঞ্জেলেসের প্রবাসী কমিউনিটিতে মৃত্যুবরণকারী সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে সদ্য সমাপ্ত টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


লস এঞ্জেলেসে একমাত্র বাংলাদেশী‌ ক্রিকেট টিম ‘এল এ বেঙ্গল ক্রিকেট টিম’কে সাউদার্ন ক্যালিফর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের লীগে চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। ‘এল এ বেঙ্গল ক্রিকেট টিম’ গত দশ বছর ধরে সাউদার্ন  ক্যালিফোনিয়া ক্রিকেট লিগে খেলে আসছে।

এছাড়াও অনুষ্ঠানে চিটাগং ফ্রেন্ড ক্লাবের প্রেসিডেন্টকেও সম্মাননা দেওয়া হয়। আর ফ্রেন্ডস ক্লাবের নিয়ম অনুযায়ী ক্লাবের মেম্বারদের মধ্যে বেস্ট ফ্রেন্ড অ্যাওয়ার্ড দেওয়া হয় আক্তার ভূঁইয়াকে।


১৭ বছরে পদার্পনের শুভক্ষণে ফ্রেন্ডস ক্লাবের এই আয়োজন বেশ আনন্দে উপভোগ করেন প্রবাসীরা। বিশেষ করে নোবেলের পরিবেশনা মাতিয়ে রেখেছিল চারপাশ। মঞ্চে একটানা দুই ঘন্টা গান পরিবেশন করেন নোবেল। তার দরাজ কণ্ঠের সুরের মুর্ছনায় মেতে উঠেন ছেলে-বুড়ো সব বয়সের প্রবাসীরা। প্রতিভাধর এই তরুণ শিল্পীকে দেখতে ও গান শুনতে দূর-দূরান্ত থেকে আসেন অনেকে।

নোবেলের পাশাপাশি অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী সোনিয়া কুকু।