বিনোদন

রণবীর-ক্যাটের অবৈধ লিভ টুগেদারে ঋষি কাপুরের সাপোর্ট!

প্রেম কিংবা বিয়ের গুজব ছাড়িয়ে এখন নতুন গুজবে
ক্যাট-রণবীরকে নিয়ে আবার সরব হয়েছে বলিউডমিডিয়া পাড়া। মাঝে মাঝে নয়, নতুন ফ্ল্যাটেএকসঙ্গেই নাকি সংসার পেতেছেন রণবীর ওক্যাটরিনা। বিয়ের ঝামেলা এখনই নয়, তাইনিজেদের বোঝাপাড়া বাড়ানোর উপায় হিসেবেইনাকি এই ব্যবস্থা। আর এমনটাই খোলা মনে প্রকাশকরলেন রণবীরের বাবা ঋষি কাপুর।বাবা-মার সঙ্গে থাকছেন না রণবীর কাপুর। অনেকদিন থেকেই থাকছেন আলাদা বাসা নিয়ে, সেখানেপ্রায়ই আসা-যাওয়া হয় ক্যাটরিনার এ খবরভক্তদের সকলেরই জানা। তবে বিয়ে না করে আধুনিকএই রীতিতে নিজেদের মধ্যে বোঝাপাড়া মানিয়েনেওয়ার এই সিদ্ধান্তে বাবা ঋষি কাপুরের সম্পূর্ণসাপোর্ট আছে এমন সংবাদে অবাক হয়েছেনঅনেকেই।সম্প্রতি বলিউড প্রবীণ অভিনেতা ঋষি কাপুর একটিসাক্ষাৎকারে বলেন, ‘তিনি রণবীর-ক্যাটের লিভটুগেদারকে স্বাগত জানান। ঋষি কাপুরের বিয়েরপর সেও বাড়ি ছেড়ে আলাদা থাকে। তা তার বাবাঅনুমোদন করেছিলেন। আমি রণবীরকে তেমনি অনুমতিদিয়েছি। সে বাড়ি ছেড়ে গেছে এবং তার বান্ধবীরসঙ্গে থাকছে। এতে আমার কোন দ্বিমত নেই।’তিনি আরও বলেন, ‘সে অনেক ভালো ছেলে। সে আমারও তার মায়ের কথা শোনে। কিন্তু তার ক্যারিয়ারেরবিষয়ে আমরা কখনোই নাক গলাই না, কারণআমাদের ক্যারিয়ার ও তার ক্যারিয়ার বিষয়েভাবনা অবশ্যই আলাদা।’