মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট বলছেন, হলিউডে জঘন্য পর্যায়ের লিঙ্গবৈষম্য হয়। শুধু তাই নয়,
তারকা খ্যাতিকে পৃথিবীর সবচেয়ে খারাপ বিষয় বলেও অভিহিত করলেন তরুণ প্রজন্মের এই
অভিনেত্রী।ক্রিস্টেন বলেন, "হলিউডে পরিচিতি পাওয়ার জন্য নারীদের বাধ্যতামূলকভাবেই বেশি খাটতে হয়।
এখানে সবাই জঘন্য রকমের লিঙ্গবৈষম্যকারী। এটা খুবই খারাপ।"ঠিক কি কারণে মানুষ বিখ্যাত হতে চায় তা এখনও বুঝতে পারেন না ২৫ বছর বয়সী এই
অভিনেত্রী।"তারকাখ্যাতি হল পৃথিবীর সবচেয়ে খারাপ বিষয়, বিশেষ করে এই খ্যাতির পেছনে যদি কোনো
কারণ না থাকে।"যদিও অভিনয় করতে তার ভাল লাগে, তবে ক্রিস্টেন এও স্বীকার করলেন যে, মাঝে মাঝে কাজের
চাপ একটু বেশি হয়ে যায় আর তখন তার ওজন কমতে শুরু করে।"নমুনার চেয়ে আমার আকার একটু বড়ই থাকে যখন আমি চিজ বার্গার খাই আর খুশি এবং
স্বস্তিতে থাকি। কিন্তু আমি যদি চাপের মধ্যে থাকি বা কাজ করতে থাকি তখন আমার ওজন কমতে
শুরু করে।"হলিউডে লিঙ্গবৈষম্য নিয়ে অভিযোগ তোলা অভিনেত্রীদের তালিকায় স্টুয়ার্ট প্রথম নন। এর আগে
অস্কারবিজয়ী অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক বলেছিলেন, অভিনেতাদের তুলনায় অনেক কম পারিশ্রমিক
পান অভিনেত্রীরা।
তারকা খ্যাতিকে পৃথিবীর সবচেয়ে খারাপ বিষয় বলেও অভিহিত করলেন তরুণ প্রজন্মের এই
অভিনেত্রী।ক্রিস্টেন বলেন, "হলিউডে পরিচিতি পাওয়ার জন্য নারীদের বাধ্যতামূলকভাবেই বেশি খাটতে হয়।
এখানে সবাই জঘন্য রকমের লিঙ্গবৈষম্যকারী। এটা খুবই খারাপ।"ঠিক কি কারণে মানুষ বিখ্যাত হতে চায় তা এখনও বুঝতে পারেন না ২৫ বছর বয়সী এই
অভিনেত্রী।"তারকাখ্যাতি হল পৃথিবীর সবচেয়ে খারাপ বিষয়, বিশেষ করে এই খ্যাতির পেছনে যদি কোনো
কারণ না থাকে।"যদিও অভিনয় করতে তার ভাল লাগে, তবে ক্রিস্টেন এও স্বীকার করলেন যে, মাঝে মাঝে কাজের
চাপ একটু বেশি হয়ে যায় আর তখন তার ওজন কমতে শুরু করে।"নমুনার চেয়ে আমার আকার একটু বড়ই থাকে যখন আমি চিজ বার্গার খাই আর খুশি এবং
স্বস্তিতে থাকি। কিন্তু আমি যদি চাপের মধ্যে থাকি বা কাজ করতে থাকি তখন আমার ওজন কমতে
শুরু করে।"হলিউডে লিঙ্গবৈষম্য নিয়ে অভিযোগ তোলা অভিনেত্রীদের তালিকায় স্টুয়ার্ট প্রথম নন। এর আগে
অস্কারবিজয়ী অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক বলেছিলেন, অভিনেতাদের তুলনায় অনেক কম পারিশ্রমিক
পান অভিনেত্রীরা।