বিনোদন

করোনায় অস্কার পেছাল দুই মাস


করোনাভাইরাসের কারণে আগামী বছর অস্কার পুরস্কারের জন্য নির্ধারিত সময় পিছিয়ে গেছে। ৯৩তম অস্কার ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সোমবার একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে সে বছর ২৫ এপ্রিল বসবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই আসর।


এর আগেও তিনবার পিছিয়েছিল অস্কার। ১৯৩৮ সালে লস অ্যাঞ্জেলসে বন্যার জন্য, ১৯৬৮ এ মার্টিন লুথার কিংয়ের হত্যার পর এবং ১৯৮১ সালে রোনাল্ড রিগানের ওপর হামলা হওয়ার পর অস্কার পিছিয়ে যায়। তবে অস্কার পুরস্কারের ৪০ বছরের ইতিহাসে তারিখ পেছানোর ঘটনা এই প্রথম।

একাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও সিইও ডন হাডসন জানান, অস্কারে ছবি পাঠানোর জন্য সময়সীমাও বাড়ানো হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার সীমা ৩১ ডিসেম্বর, ২০২০ থেকে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২১ করা হয়েছে।

আগামী বছর অস্কারের অনুষ্ঠানে জনসমাগম হবে নাকি অনলাইনে আয়োজন করা হবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবেন আয়োজকরা। 

অস্কার-এর আয়োজক প্রতিষ্ঠান দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্স নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ