বিনোদন

নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি

নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং এখন স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যন্ত্রের সাহায্যে কৃত্রিম উপায়ে তার শ্বাস-প্রশ্বাস চালু  রাখা হয়েছে।
 
ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভলপমেন্টে ডা. শাগুফা আনোয়ার জানান, নায়ক রাজের চেতনা (সেন্স) কাজ করছে। তিনি সচেতন রয়েছেন। প্রস্রাব স্বাভাবিক, ব্লাড প্রেসার স্বাভাবিক। কিন্তু তা সবই ওষুধের মাধ্যমে স্বাভাবিক রাখা হয়েছে। সে জন্য তাকে পুরোপুরি পর্যবেক্ষণের মাঝে রাখা হয়েছে।
 
তার পরিবার জানিয়েছে, রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দুই একদিনের ভেতরে তাকে বাসায় নিয়ে যাওয়ার কথাও রয়েছে।
 
এদিকে, তাঁর পরিবারের পক্ষ থেকে নায়ক রাজের সুস্থতার জন্য দেশবাসীকে দোয়া করার আহ্বান জাননো হয়েছে।
 
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় নায়ক রাজের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।