বিনোদন

করোনাক্রান্ত আলিয়া

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট। বৃহস্পতিবার (১ এপ্রিল) মধ্যরাতে ইনস্টাগ্রামে সংক্রমিত হওয়ার তথ্যটি নিজেই জানিয়েছেন তিনি। খবর ইন্ডিয়ান একপ্রেস। এর আগে, তার প্রেমিক রণবীর কাপুরের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। গত ৯ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন। পরে, ১৫ মার্চ পরিচালক সঞ্জয় লীলা বানসালিও এ ভাইরাসে আক্রান্ত হন। রণবীর ও সঞ্জয়ের করোনা হওয়ার পরে আলিয়া আইসোলেশনে ছিলেন। ফলে স্থগিত হয়ে গেছে সঞ্জয় লীলা বানসালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ শুটিংয়ে কাজ। রণবীর কাপুর ও আলিয়া ভাট রয়েছেন এ সিনেমার অন্যতম প্রধান দুই চরিত্রে।