বিনোদন

এবার হ্যাপী শাকিবের সঙ্গে

 ধুমকেতু হঠাৎ আবির্ভাব হয় আবার হঠাৎ চোখের পলকে মিশে যায়। ঠিক এরকম একটি দৃশ্যে

শাকিব খানের সঙ্গে 'ধুমকেতু' ছবিতে আবির্ভাব হবেন হালের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী

হ্যাপী। শফিক হাসানের ধূমকেতু ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে তাকে। সবকিছু ঠিক

থাকলে শনিবার বিকেলে শুরু হবে এ গানটির দৃশ্য ধারনের কাজ।   
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে হ্যাপী বলেন, অনেকটা হঠাৎ করেই এ ছবির সঙ্গে

জড়িয়ে গেলাম। শাকিব ভাইয়ের সঙ্গে একটি আইটেম গানে অভিনয় করব। শনিবার বিকেলে শুরু

হবে এ গানটির দৃশ্য ধারন।   
জানা গেছে, এ আইটেম গানে আরও দেখা যাবে ছবিটির নায়িকা পরীমণিকে। এখানে নাচতে

থাকবেন হ্যাপী আর কল্পনায় পরীমণি দেখবেন শাকিব খানের সঙ্গে তিনি নাচছেন।
মুন্নি প্রোডাকশনের ব্যানারে এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পরীমণি, তানহা, রেবেকা,

অমিত হাসান, দিতি ও আলিরাজসহ আরও অনেকে।