বিনোদন

পৌরণিক ছবি ‘বাহুবলী’র নতুন রেকর্ড

একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে
‘বাহুবলী’। প্রথমবারের মতো কোনো
দক্ষিণী ছবি ৩০০ কোটি রুপি আয়
করেছে। মুক্তির নয়দিনেই ছবিটি এই
আয়ের রেকর্ড গড়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা
হয়েছে, এর আগে দক্ষিণে সর্বোচ্চ
আয়ের রেকর্ড ছিল রজনীকান্তের
‘এনথিরান’ ছবির। এটি ২৯০ কোটি রুপি
ব্যবসা করেছিল।
বাণিজ্যিক বিশ্লেষক ত্রিনাথ
জানিয়েছেন, ‘শনিবার পর্যন্ত
বিশ্বজুড়ে ৩০৩ কোটি রুপি ব্যবসা
করেছে বাহুবলী।’
এদিকে ছবিটির হিন্দি ভার্সন ৫০
কোটি রুপি ঘরে তুলে নিয়েছে।
ডাবিং সিনেমার আয়ের ক্ষেত্রে
এটিও একটি রেকর্ড। ঈদে সালমান খান
অভিনীত ‘বাজরঙ্গী ভাইজান’ ছবিটি
মুক্তি পেলেও ‘বাহুবলী’র আয়ের পথে
কোনো বাধা হতে পারেনি।
এক রাজ্যের জন্য দুই ভাইয়ের যুদ্ধের
কাহিনী নিয়ে নির্মিত হয়েছে
পৌরণিক ছবি ‘বাহুবলী’। এতে অভিনয়
করেছেন প্রভাস, রানা ডগুবাতি,
আনুশকা শেঠি ও তামান্না।
‘বাহুবলী’র দ্বিতীয় পর্ব ২০১৬ সালে
মুক্তি পাবে।