বিনোদন

সিনেমায় কাজের জন্য কারো বিছানায় যেতে পারব না: পূজা

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। তবে সাম্প্রতিক সময়ে সিনেমায় তাকে খুবই কমই দেখা যাচ্ছে। গত ৪ জুন ‘হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘পাপ’-এর দ্বিতীয় সিজন। মা হওয়ার পর এই ওয়েব সিরিজেই প্রথম কাজ করেছেন পূজা। সিনেমা ও সিনেমার বাইরের দুনিয়া নিয়ে সম্প্রতি আনন্দবাজার পত্রিকার সঙ্গে কথা বলেছেন পূজা। মা হওয়ার পর শারীরিক গঠনে পরিবর্তন নিয়ে সাক্ষাতকারে তিনি বলেন, ‘শুভশ্রীর মতো ট্রলড হওয়ার কোনো অভিজ্ঞতা হয়নি আমার। কেউ কেউ বলেছেন, আগের থেকে ওজন বেড়েছে। কিন্তু এ ধরনের কথা আমি খুব একটা গায়ে মাখি না। আমি ব্রেস্টফিড করাই। আমার সন্তানকে সুস্থ রাখতে গেলে আমাকেও ভাল করে খাওয়াদাওয়া করতে হবে। তাই শুধু মাত্র নিজের চেহারার গঠনের কথা ভাবলে আমার চলবে না।’

বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের জন্য অনেকবার অডিশন দিয়েছেন পূজা। সেখানে কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়েছে তার। সেই অভিজ্ঞতা সম্পর্কে পূজা বলেন, ‘আমি কখনো কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দিইনি। ভাল কাজ করার জন্য কারো শয্যাসঙ্গিনী হতে পারব না। এমন অনেককেই চিনি যারা কাজ পাওয়ার আশায় ভুল পথে হেঁটেছেন। কিন্তু শেষমেশ কাজ না পেয়ে ‘মি-টু’ অভিযোগ এনেছেন।’   এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]