চিত্রনায়িকা থেকে প্রযোজক হলেন মাহিয়া মাহি। তবে নাটক বা সিনেমা নয়, তিনি ওয়েব ফিল্ম প্রযোজনা করেছেন। এক রাতের গল্প নিয়ে গড়ে উঠেছে ওয়েব ফিল্মের কাহিনি।
সম্প্রতি ‘এইডা কপাল’ শিরোনামের ওয়েব ফিল্মের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।
মাহিয়া মাহি বলেন, ‘শুটিংয়ে একটু বিপত্তি হয়েছিল। সেই রাতে যখন গল্পের পরিকল্পনা করা হয় তখন তুমুল বৃষ্টি। শুটিং শুরুর সঙ্গে সঙ্গে বৃষ্টি গায়েব। পরে নতুন করে সাজাতে হয়েছে স্ক্রিপ্ট।’
‘এইডা কপাল!’ আগামীকাল ২৫ জুন উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপ-এ। এতে মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, হারুনুর রশীদ, ফরহাদ লিমন, সাইমাসহ অনেকে। এলএবাংলাটাইমস/এলআরটি/ই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
সম্প্রতি ‘এইডা কপাল’ শিরোনামের ওয়েব ফিল্মের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।
মাহিয়া মাহি বলেন, ‘শুটিংয়ে একটু বিপত্তি হয়েছিল। সেই রাতে যখন গল্পের পরিকল্পনা করা হয় তখন তুমুল বৃষ্টি। শুটিং শুরুর সঙ্গে সঙ্গে বৃষ্টি গায়েব। পরে নতুন করে সাজাতে হয়েছে স্ক্রিপ্ট।’
‘এইডা কপাল!’ আগামীকাল ২৫ জুন উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপ-এ। এতে মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, হারুনুর রশীদ, ফরহাদ লিমন, সাইমাসহ অনেকে। এলএবাংলাটাইমস/এলআরটি/ই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]