অনন্ত জলিল নিজে তার কাজের উদাহরণ দিলে হলিউড তারকা টম ক্রুজকে টানেন। সিনেমায় বিশেষ স্ট্যান্টের কথা উঠলেও অনন্তর মুখে চলে আসে ক্রুজের নাম। এবার ঢাকার রাস্তায় তিনি যেন টেনে আনলেন ক্রুজকে। হলিউডের বিখ্যাত এ তারকার ‘নাইট অ্যান্ড ডে’ ছবিতে ব্যবহৃত একই মডেলের গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত। সোমবার তিনি ও তার স্ত্রী নায়িকা বর্ষা বিএমডব্লিউ জেড-৪ মডেলের লাল রঙের গাড়ি নিয়ে বের হয়েছিলেন। পার্থক্য শুধু একটাই- ‘নাইট অ্যান্ড ডে’ ছবিতে গাড়ির রং ছিল কালো।
অনন্ত জানালেন, গাড়িটি দেড় বছর আগে কেনা। নিয়মিত ব্যবহারের জন্য এটি বেশ পছন্দ তার।
অনন্ত জলিলের মিডিয়া কমিউনিকেশন ম্যানেজার এসএম সজীব বললেন, ‘উনার ব্যবহারের জন্য বেশ কয়েকটি গাড়ি রাখা আছে। এদিন সেগুলো থেকে এটি নিয়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ একটি অনুষ্ঠানের যোগ দিয়েছিলেন তিনি।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির এইচআর ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে বিশেষ বক্তব্যও দেন অনন্ত ও বর্ষা। এরপর একই গাড়িতে করে বাসায় ফেরেন তারা।
অনন্ত জানালেন, গাড়িটি দেড় বছর আগে কেনা। নিয়মিত ব্যবহারের জন্য এটি বেশ পছন্দ তার।
অনন্ত জলিলের মিডিয়া কমিউনিকেশন ম্যানেজার এসএম সজীব বললেন, ‘উনার ব্যবহারের জন্য বেশ কয়েকটি গাড়ি রাখা আছে। এদিন সেগুলো থেকে এটি নিয়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ একটি অনুষ্ঠানের যোগ দিয়েছিলেন তিনি।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির এইচআর ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে বিশেষ বক্তব্যও দেন অনন্ত ও বর্ষা। এরপর একই গাড়িতে করে বাসায় ফেরেন তারা।