পাবলো পিকাসোর আঁকা এগারোটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ১১০ মিলিয়ন ডলারে। এই চিত্রকর্মগুলো দুই দশকের বেশি সময় ধরে লাস ভেগাসের এক হোটেলে প্রদর্শিত করা ছিল।
বেল্লাগিও হোটেলের পিকাসো রেস্টুরেন্টে এই চিত্রকর্ম গুলো প্রদর্শন করা ছিল। এটি এমজিএম রিসোর্টের মালিকানাধীন।
প্রতিষ্ঠানটি জানায়, শনিবার (২৩ অক্টোবর) এই নিলাম এর মাধ্যমে প্রতিষ্ঠানটির শিল্পকলার সংগ্রহ সম্বৃদ্ধ হলো আরো।
স্প্যানিশ এই চিত্রশিল্পীর নয়টি পেইন্টিং এবং দুইটি সিরামিকের পাত্র শনিবার নিলামে বিক্রি করা হয়েছে।
প্রায় ৫০ বছরে বিভিন্ন সৃষ্টির বড় সংগ্রহের সাথে ছিল এই শিল্পকর্মগুলো।
সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ১৯৩৮ সালে আঁকা একটি ছবি। লাল-কমলায় আঁকা একটি নারীর ছবি যাকে পিকাসোর প্রেমিকা হিসেবে প্রতীয়মান হয় ও ম্যুজে মারিয়ে-থেরেসে ওয়াল্টার বলা হয়, সেটি বিক্রি হয়েছে ৪০ দশমিক ৫ মিলিয়ন ডলারে।
প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি ২০ থেকে ৪০ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে।
আরেকটি মাস্টারপিস যেটির নাম হোমে এট ইনফ্যান্ট নামে পরিচিত, তা বিক্রি হয়েছে ২৪ দশমিক ৪ মিলিয়ন ডলারে। এটি একটি লার্জ-স্কেল পোর্ট্রেট ছবি।
নিলামকারী প্রতিষ্ঠান সোথবে জানান, সাড়ে ছয় ফুট লম্বা এই চিত্রকর্মটি পিকাসোর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ের একটি সর্বশ্রেষ্ঠ উদাহরণ।
এই শিল্পকর্মগুলো বিশ বছরের বেশি সময় ধরে মার্কিন ক্যাসিনো মোঘল স্টিভ ওইন এর সংগ্রহে ছিল।
এলএবাংলাটাইমস/ওএম