বিনোদন

২০২১ সালে ইয়াহুতে বেশি খোঁজা হয়েছে এই নায়িকাকে

সিনেমা থেকে শুরু করে নিজের ব্যক্তি জীবন; সবকিছু নিয়েই বছরজুড়ে কোনো না কোনো আলোচনায় থাকেন বলিউডের অভিনেত্রীরা। এর মধ্যে ঘুরে ফিরে এসেছে ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটের নাম। তবে এদেরকে ছাপিয়ে ভক্তরা ‘ইয়াহু’তে এ বছর সবচেয়ে বেশি যাকে খুঁজেছেন তিনি হচ্ছেন সাইফ আলী খান পত্নী কারিনা কাপুর খান।

রুপালি পর্দায় কারিনাকে তেমন দেখা না গেলেও ‘ইয়াহু’-র তালিকা অনুযায়ী দেখা গেল, ২০২১-এ নায়িকাদের মধ্যে সব থেকে বেশি বার খোঁজা হয়েছে করিনাকেই। তিনি কী করছেন, কোথায় যাচ্ছেন, কেমন পোশাকই বা পরছেন এসব নিয়ে বছরজুড়ে আলোচনা-আগ্রহের যেন কমতি ছিলনা ভক্তদের মধ্যে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা। তখন থেকেই নবাব পরিবারের নতুন সদস্যকে নিয়ে কৌতূহল তৈরি হয় অনুরাগীদের মধ্যে। এর পরেই নিজের লেখা বই প্রকাশ করেন কাপুর-কন্যা এবং চলতি বছরে চর্চায় উঠে আসেন তিনি।

এই তালিকায় করিনার পরেই রয়েছেন ক্যাটরিনা কইফ। চলতি বছরে তার বহু প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’ মুক্তি পায়। প্রায় এক দশক পর ফের অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধেন তিনি। অন্যদিকে ভিকি কৌশলের সঙ্গে তার বিয়ের গুঞ্জন এই মুহূর্তে চর্চিত বিষয়গুলির মধ্যে অন্যতম। ক্যাটরিনা আর তার বিয়ে নিয়ে যে সকলের আগ্রহ থাকবেই, তা আর বলার অপেক্ষা রাখে না।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার পরেই রয়েছেন আলিয়া ভাট। একাধিক বড় বাজেটের ছবি এবং রণবীর কপূরের সঙ্গে প্রেম তাকে সারা বছরই শিরোনামে রেখেছে।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরে তার কোনও ছবি মুক্তি পায়নি। ‘৮৩’ ছবিতে রণবীর সিংহের বিপরীতে দেখা যাবে তাকে।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]