বিনোদন

হলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রী জেনিফার লরেন্স!

মাত্র ২৫ বছর বয়সেই সর্বোচ্চ পারিশ্রমিকের হলিউড অভিনেত্রী হলেন তিনি। শুধু বয়সের হিসেবে নয়, ক্যারিয়ারও খুব বেশিদিনের নয়। ২০০৮ সালে ‘গার্ডেন পার্টি’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে রূপালিপর্দায় যাত্রা শুরু করেছেন তিনি। তবুও জুন ২০১৪ থেকে জুন ২০১৫-ফোর্বস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে ধনী অভিনেত্রী জেনিফার লরেন্স।


‘হাঙ্গার গেমস’ ট্রিলজিতে অভিনয় করেই তার এই প্রাপ্তি। ৫২ মিলিয়ন ডলারে সর্বোচ্চ অবস্থানে আছেন তিনি। মজার বিষয়, এক বছর আগে এই অবস্থানে ছিলেন অভিনেত্রী স্যান্ড্রা বুলক। কিন্তু ৩৬৫ দিনের রদবদলে তার বর্তমান অবস্থান ১২তম!

দ্বিতীয় অবস্থানে আছেন স্কারলেট জনসন, তার আয় ৩২.৫ মিলিয়ন ডলার। ২৩ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় অবস্থানে আছেন মেলিসা ম্যাকার্থি।