ইসলামের পথেই পরবর্তী জীবন অতিবাহিত করতে চান। তাই ছেড়েছিলেন বলিউডের রঙিন জীবনও। অথচ বলিউডে সানা খান ‘ওয়াজাহ তুম হো’, ‘জয় হো’সহ একাধিক বলিউড সিনেমায় অভিনয় করে সিনেপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অনেক আঞ্চলিক সিনেমায় অভিনয় করেছেন সানা। বিগবসেও তিনি নজরকাড়া প্রতিযোগিদের একজন।
বলিউডকে বিদায় জানানোর পর গত বছরের ২১ নভেম্বর মুফতি আনাস সায়েদের সাথে নিকাহ হয় সানার। এবার আনাসের সাথে ওমরাহ করতে গেলেন সানা।
নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য জানিয়ে স্বামীর সাথে একটি ছবি পোস্ট করে সানা খান লিখেছেন, বিয়ের পর তার জীবনের সবচেয়ে সুন্দর সফর।বিয়ের পর এবারই প্রথম স্বামীকে নিয়ে ওমরাহ পালনে যাচ্ছেন তিনি। এলএবাংলাটাইমস/এলআরটি/ই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
বলিউডকে বিদায় জানানোর পর গত বছরের ২১ নভেম্বর মুফতি আনাস সায়েদের সাথে নিকাহ হয় সানার। এবার আনাসের সাথে ওমরাহ করতে গেলেন সানা।
নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য জানিয়ে স্বামীর সাথে একটি ছবি পোস্ট করে সানা খান লিখেছেন, বিয়ের পর তার জীবনের সবচেয়ে সুন্দর সফর।বিয়ের পর এবারই প্রথম স্বামীকে নিয়ে ওমরাহ পালনে যাচ্ছেন তিনি। এলএবাংলাটাইমস/এলআরটি/ই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]