জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান বব সাগেট এর অকস্মাৎ মৃত্যু হয়েছে। তিনি ফুল হাউজ নামের সিটকম শো এর জন্য সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। ববের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
রবিবার (৯ জানুয়ারি) ফ্লোরিডার অরল্যান্ডের রিটজ-কার্ল্টন হোটেলের একটি রুমে অচেতন অবস্থায় তাঁকে আবিষ্কার করে এক কর্মী।
পরে হোটেল কর্তৃপক্ষ অরেঞ্জ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করলে তারা মৃত অবস্থায় ওই কক্ষ থেকে বব সাগেটকে উদ্ধার করেন।
এখনো বব সাগেটের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যায়নি।
তবে এক ছোট টুইটার বিবৃতিতে শেরিফ ডিপার্টমেন্ট অফিস সূত্র জানায়, তদন্তকারীরা সন্দেহভাজন কোনো বিষয় বা মাদক সম্পর্কিত কোনো কিছুই পায়নি।
এক বিবৃতিতে ববের পরিবার জানান, ‘আমরা ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে আমাদের সবার প্রিয় বব সাগেট আজকে আমাদের ছেড়ে চলে গেছেন’।
বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘বব আমাদের সব কিছু ছিলেন এবং আমরা আপনাদের জানাতে চাই ফ্যানদের তিনি কতোটা ভালোবাসতেন। তিনি লাইভ শো করতেন এবং সকল শ্রেণীপেশার মানুষের জন্য হাসির খোরাক রাখতেন’।
সেগেট একটি ভেটেরান স্ট্যান্ড-আপ কমেডিয়ান ছিলেন। তিনি সম্প্রতি নতুন একটি কমেডি শো শুরু করেছিলেন এবং শনিবার ফ্লোরিডার জ্যাকসনভিলেতে পারফর্ম করেন।
এলএবাংলাটাইমস/ওএম