বিনোদন

অ্যাটলির সিনেমার শুটিংয়ে ফিরছেন শাহরুখ

মাদক মামলায় বড় ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর সিনেমার শুট করেননি বলিউড বাদশাহ শাহরুখ খান। এর পর হানা দেয় কোভিড মহামারির তৃতীয় ঢেউ। এবার তিনি প্রতিশ্রুত কাজ শেষ করার জন্য প্রস্তুত।

কিছুদিন আগে পিঙ্কভিলা এক প্রতিবেদনে দাবি করে, ‘থ্রি ইডিয়টস’খ্যাত রাজকুমার হিরানি তাঁর সিনেমার প্রি-প্রডাকশনের কাজ শুরু করেছেন। মুম্বাইয়ের ফিল্ম সিটি স্টুডিওতে পাঞ্জাবের একটি গ্রামের সেট নির্মাণ হবে, সেখানেই হবে দৃশ্যধারণ।

এবার টাইমস অব ইন্ডিয়া জানাল, ফিল্ম সিটিতে রাজকুমার হিরানির সেট নির্মাণ শেষ। আর দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের ‘লায়ন’ সিনেমার শুট শুরু করবেন শাহরুখ। আগামী সপ্তাহেই দক্ষিণ মুম্বাইয়ে এ সিনেমার শুট শুরু হবে। শাহরুখ খান চাইছেন তাঁর প্রতিশ্রুত কাজগুলো শেষ করতে।

‘পাঠান’ সিনেমার শুটের জন্য মার্চে স্পেনে উড়াল দেবেন শাহরুখ ও দীপিকা। গত বছরের অক্টোবরে একটি রোমান্টিক গানের শুটের জন্য স্পেনের ম্যালোর্কায় যাওয়ার কথা ছিল। অবশেষে সেই কাজ মার্চে শুরু হচ্ছে। এ জন্য বিশাল বহর উড়াল দেবে ওই দেশে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ চান, সৈকত ও পাহাড়ের সৌন্দর্য ধারণ করতে। শাহরুখ ও দীপিকার সঙ্গে সেখানে যাবেন জন আব্রাহাম। সেখানে অ্যাকশন দৃশ্যও ধারণ হবে। স্পেন থেকে ফিরে আবার অ্যাটলির সিনেমার কাজ করবেন শাহরুখ।

২০২১ সালের ২১ সেপ্টেম্বর পুনেতে অ্যাটলির সিনেমার শুট শুরু হয়। শুটিংয়ে অংশ নেন দক্ষিণী লেডি সুপারস্টারখ্যাত নয়নতারা। আইপিএল চলাকালে শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় অ্যাটলির। সে সময় তাঁরা দুটি সিনেমা করার সিদ্ধান্ত নেন। শাহরুখ সব সময় এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি রিমেকে কাজ করবেন না এবং তাঁর জন্য নতুন চিত্রনাট্য লিখতে হবে।

শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার। সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

আশা করা হচ্ছে, ২০১৮ সালে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’র পর বলিউড বাদশাহ ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরবেন। বক্স অফিসে ‘জিরো’ ব্যর্থ হয়েছিল। ‘পাঠান’ সম্ভবত মুক্তি পাবে ২০২২ সালে। ৩০ বছরের ক্যারিয়ারে শাহরুখের এত দীর্ঘ বিরতি আর হয়নি।

২০২০ সালের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]