বিনোদন

সালমান শাহ’র সিনেমা ডিজিটাল করে মুক্তি দেয়া হবে

১৯ বছর আগে মৃত্যুবরণ করলেও এখনো সালমান শাহ অভিনীত সিনেমা দর্শক উপভোগ করেন। এ প্রজন্মের অনেক দর্শকই তার ভক্ত। বিষয়টি বিবেচনা করেই সালমান শাহ অভিনীত কিছু সিনেমা ডিজিটাল ফরমেটে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকরা। সম্প্রতি ঢাকার পদ্মা সিনেমা হলে মুক্তি পেয়েছিল সালমান শাহ ও মৌসুমী অভিনীত দেনমোহর সিনেমাটি। সিনেমাটি দেখতে অসংখ্য দর্শক ভিড় করেন। দর্শকের এমন উপস্থিতি দেখে প্রযোজকরা সালমান শাহ’র অন্য সিনেমাগুলো ডিজিটাল করে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন। এতে চলচ্চিত্র উপকৃত হবে এবং দর্শক হলমুখী হবে বলে তারা মনে করছেন।