নতুন বছরের শুরুতেই রানি মুখার্জি-আদিত্য চোপড়ার প্রথম সন্তান পৃথিবীতে আসছে। এমনই খবর ভেসে বেড়াচ্ছে বলিউড টাউনে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
২০১৪ সালে ইতালিতে চুপচাপ বিয়ে সেরে ফেলেন রানি, আদিত্য। তারপর থেকেই রানি মুখার্জিকে পর্দায় খুব কম দেখা গিয়েছে। মুম্বাই মিরর সূত্রে খবর, বর্তমানে আদিত্য, রানি লন্ডনে ছুটি কাটাচ্ছেন। শোনা যাচ্ছে, সেখানেই রানি প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। যদিও, এ বিষয়ে চোপড়া কিংবা মুখার্জি পরিবারের তরফে কোনো মন্তব্য করা হয়নি।
২০১৪ সালে ইতালিতে চুপচাপ বিয়ে সেরে ফেলেন রানি, আদিত্য। তারপর থেকেই রানি মুখার্জিকে পর্দায় খুব কম দেখা গিয়েছে। মুম্বাই মিরর সূত্রে খবর, বর্তমানে আদিত্য, রানি লন্ডনে ছুটি কাটাচ্ছেন। শোনা যাচ্ছে, সেখানেই রানি প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। যদিও, এ বিষয়ে চোপড়া কিংবা মুখার্জি পরিবারের তরফে কোনো মন্তব্য করা হয়নি।