বিনোদন

ক্রমে ক্রমে অর্থ হারাচ্ছে নেটফ্লিক্স

মূল্যস্ফীতি, ইউক্রেনে যুদ্ধ এবং অত্যাধিক প্রতিযোগিতার কারণে বিগত এক দশকে প্রথমবারের মত গ্রাহক হারিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স। কোম্পানি জানিয়েছে, এমন অবস্থা থাকলে কোম্পানি আরও ক্ষতির সম্মুখীন হবে। এই বছরের প্রথম চারমাসে প্রায় ২ লাখ গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স। অথচ, তাদের লক্ষ্য ছিলো আরো ২৫ লাখ নতুন গ্রাহক সংগ্রহ করার। রাশিয়াতে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার কারণেও গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স। রাশিয়া থেকে প্রায় ৭ লাখ গ্রাহক হারিয়েছে কোম্পানিটি। মঙ্গলবারে (১৮ এপ্রিল) নেটফ্লিক্সের স্টক ২৬ শতাংশ হ্রাস পেয়েছে এবং কোম্পানিটির স্টক ভ্যালু থেকে ৪০ বিলিয়ন ডলার কমে গেছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত কোম্পানিটি তাঁর অর্ধেক মূল্য হারিয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ