বিনোদন

কিংবদন্তি নির্মাতা জ্যঁ লুক গদার আর নেই

বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা জ্যঁ লুক গদার ( ৯১) মারা গেছেন।

ফ্রান্সের দৈনিক লিবারেশনের বরাতে দ্য গার্ডিয়ান বলছে, ‘ব্রেথলেস’ ও ‘কনটেমপ্ট’র মতো ক্লাসিক সিনেমার নির্মাতার আজ মঙ্গলবার মৃত্যু হয়েছে। তাঁকে ফ্রান্সের নতুন ধারার চলচ্চিত্রে পথিকৃৎ হিসেবে বিবেচনা করেন সমালোচকেরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফরাসি নির্মাতাদের মধ্যে সেরা বিবেচনা করা হয় গদারকে। ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ব্রেথলেস’ নির্মাণ করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।

গদারের নির্মিত বিখ্যাত কয়েকটি সিনেমা হলো ‘উইকেন্ড’, ‘পাইরট লে ফু’, ‘লা পেটিট সোলদাদ’, ‘ইন প্যারিস অব লাভ’, ‘দ্য কারাবিনারস’, ‘দ্য ইমেজ বুক’, ‘অল দ্য বয়েজ আর কল্ড প্যাট্রিক’ ইত্যাদি।

২০১০ সালে একাডেমি অ্যাওয়ার্ডে সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয় তাঁকে। ২০১৮ সালে তাঁর সিনেমা ‘ইমেজ বুক’ স্পেশাল পাম দ’র পেয়েছে। ২০১৪ সালে তাঁর সিনেমা ‘গুডবাই’ কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পায়।   এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]