প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের ওজন নিয়ে ব্যাপক বুলিংয়ের শিকার হতে হয় প্রার্থনা ফারদিন দীঘিকে। এতো দিন চুপ থাকলেও সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এ নায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি লিখেন, আমার ওজন নিয়ে সবাই খুব চিন্তিত! আসলে তারা ভুলেই গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা, জিম প্রশিক্ষক না।
এদিকে সম্প্রতি বিষয়টি নিয়ে ক্যামেরার সামনেও কথা বলেছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক দিন ধরেই শুনছিলাম, আমি ফিটনেস সচেতন না। তবে আমি সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু তারপরও কিছু মানুষ আছে, যারা কানের সামনে এসে এগুলো বলে খুব পৈশাচিক আনন্দ পায়। এই যে কটূ কথাগুলো বলে একজনকে ছোট করাটা-এই জিনিসটা আমার একদমই পছন্দ না। একজন অভিনেত্রীকে সবার আগে তার কাজ দিয়ে মূল্যায়ন করা উচিত। যেহেতু আমি একজন অভিনেত্রী, তাই আমার প্রথম কাজটাই হচ্ছে অভিনয় করা।
বাকি যা আছে আছে, সেটা পরে দেখবেন। যদি আমাকে আপনাদের যাচাই করতেই হয়, অভিনয় পারি কি না, সেটা দিয়ে করুন। এলএবাংলাটাইমস/এলআরটি/ই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
এদিকে সম্প্রতি বিষয়টি নিয়ে ক্যামেরার সামনেও কথা বলেছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক দিন ধরেই শুনছিলাম, আমি ফিটনেস সচেতন না। তবে আমি সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু তারপরও কিছু মানুষ আছে, যারা কানের সামনে এসে এগুলো বলে খুব পৈশাচিক আনন্দ পায়। এই যে কটূ কথাগুলো বলে একজনকে ছোট করাটা-এই জিনিসটা আমার একদমই পছন্দ না। একজন অভিনেত্রীকে সবার আগে তার কাজ দিয়ে মূল্যায়ন করা উচিত। যেহেতু আমি একজন অভিনেত্রী, তাই আমার প্রথম কাজটাই হচ্ছে অভিনয় করা।
বাকি যা আছে আছে, সেটা পরে দেখবেন। যদি আমাকে আপনাদের যাচাই করতেই হয়, অভিনয় পারি কি না, সেটা দিয়ে করুন। এলএবাংলাটাইমস/এলআরটি/ই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]