বিনোদন

দর্শক আমাকে গ্রহণ করেছে-নুসরাত ফারিয়ার

চলচ্চিত্রে শুরুটা ভালোই হলো মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার। প্রথম সিনেমাতে তার অভিনয় দর্শক উপভোগ করেছেন। তার প্রথম সিনেমা আশিকী মুক্তি পেয়েছে ঈদে। সিনেমাটির গান, লোকেশনসহ নির্মাণও বেশ প্রশংসিত হচ্ছে। ভালো ব্যবসাও করছে। ফারিয়া এ নিয়ে বেশ উচ্ছ¡সিত। তিনি বলেন, ‘প্রথম সিনেমা হিসেবে অনেক ভয় ও সংশয় কাজ করেছিল। সিনেমাটি প্রথমে কলকাতায় মুক্তি পাওয়ার পর সেখানকার দর্শকদের ভালো রেসপন্স আমার মধ্যে আত্মবিশ্বাস ও আশার আলো জুগিয়েছে। তবে বাংলাদেশের দর্শকের কাছে আমার গ্রহণযোগ্যতা ক্যারিয়ারকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিনেমাটি মুক্তির পর আমার দেশের দর্শক আমাকে হতাশ করেননি। তাদের কাছে আমার অভিনয় প্রশংসিত হয়েছে, তারা ভালোভাবে আমাকে গ্রহণ করছে। একজন নতুন অভিনেত্রী হিসেবে আমার কাছে এ গ্রহণযোগ্যতা খুবই আনন্দের।ছবিঃ নুসরাত ফারিয়া।