বলিউডে বেশ দাপটের সঙ্গে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। ইতোমধ্যে অনেক ভক্ত জুটিয়ে ফেলেছেন তিনি। আর এই অভিনেতার সিনেমা মানেই ব্যতিক্রমী কিছু। সম্প্রতি তার অভিনীত 'ডক্টর জি’ ছবিটি আবারও তাই প্রমাণ করল। ছবিটি রোববার (১৬ অক্টোবর) পর্যন্ত শুধু ভারতেই আয় করেছে ১৪.৫৯ কোটি রুপি। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে ছিলেন রকুলপ্রীত সিং।
ছবিটিতে আয়ুষ্মান একজন মেডিকেল ছাত্রের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ আর শিবা চাড্ডা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানিয়েছেন ভবিষ্যতেও এই ধরনের ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে তার। অভিনেতার কথায়, আমি মনে করি সিনেমা মানুষের জীবনকে বদলাতে পারে। আর তা অবশ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত। এতে তা আরও বেশি লোকের কাছে পৌঁছবে। একটা সময় তো ওটিটি-তে আসবেই।
এরপর আয়ুষ্মানকে দেখা যাবে 'ড্রিম গার্ল টু' ছবিতে। তার বিপরীতে রয়েছেন অনন্যা পাণ্ডে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি। এলএবাংলাটাইমস/এলআরটি/ই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
ছবিটিতে আয়ুষ্মান একজন মেডিকেল ছাত্রের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ আর শিবা চাড্ডা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানিয়েছেন ভবিষ্যতেও এই ধরনের ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে তার। অভিনেতার কথায়, আমি মনে করি সিনেমা মানুষের জীবনকে বদলাতে পারে। আর তা অবশ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত। এতে তা আরও বেশি লোকের কাছে পৌঁছবে। একটা সময় তো ওটিটি-তে আসবেই।
এরপর আয়ুষ্মানকে দেখা যাবে 'ড্রিম গার্ল টু' ছবিতে। তার বিপরীতে রয়েছেন অনন্যা পাণ্ডে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি। এলএবাংলাটাইমস/এলআরটি/ই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]