বিনোদন

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সাবেক এই তারকা দম্পতিকে

বছরজুড়েই আলোচনায় ছিলেন হলিউড তারকা অ্যাম্বার হার্ড ও জনি ডেপ। সাবেক এই দম্পতির আইনি লড়াই নিয়ে দর্শকের অনেক আগ্রহ ছিল। এমনকি তাঁদের মামলার শুনানি সম্প্রচারিত হয় টোলিভিশনে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবরের চেয়ে বেশি টিআরপি পায় তাঁদের এই শুনানি। এর প্রভাব পড়েছে গুগল সার্চ ইঞ্জিনেও। চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে অ্যাম্বার হার্ডকে। এর পরের স্থানেই রয়েছেন জনি ডেপ। সম্প্রতি অনলাইন গণমাধ্যম সেলেব ট্যাটলারে সবচেয়ে বেশি সার্চ করা ১৫০ তারকার নাম প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ৫৬ লাখ বার অ্যাম্বার হার্ডকে গুগলে খোঁজ করেছেন যুক্তরাষ্ট্রের মানুষ। জনি ডেপকে খোঁজ করেছেন ৫৫ লাখ বার। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যাঁকে ৪৩ লাখ বার সার্চ করা হয়েছে। এই তালিকায় এরপর রয়েছেন টম ব্র্যাডি, কিম কার্ডাশিয়ান ও পিট ডেভিডসন। তাঁদের যথাক্রমে খোঁজা হয়েছে প্রায় ৪১ লাখ, ৩৪ লাখ, ৩২ লাখ বার। ৩১ লাখের বেশিবার খোঁজ করা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এই তালিকার সপ্তম স্থান দখল করেছেন। ২০১৮ ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে নিজেকে গার্হস্থ্য নির্যাতনের শিকার বলে দাবি করেছিলেন অ্যাম্বার হার্ড। সেই সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি ডেপ। ডেপ-হার্ডের মানহানির এই মামলা চলতি বছর সর্বাধিক আলোচিত ঘটনার মধ্যে একটি। মামলাটি ‘পাইরেট অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ জিতে নেন এবং মানহানির জন্য মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে ‘অ্যাকুয়ম্যান’ তারকাকে।