বিনোদন

বাংলায় বক্তৃতা করে কলকাতাবাসীর প্রশংসায় ভাসলেন শাহরুখ

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে মঞ্চে উঠে বাংলায় বক্তৃতা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জীও। শাহরুখ জানিয়েছেন, তার অনুরোধে রানি বক্তৃতা বাংলা করে দিয়েছেন। শাহরুখ বলেন, দিদির (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি) কাছে প্রতিজ্ঞা করেছিলাম যখনই কলকাতায় আসবো বাংলায় কথা বলার চেষ্টা করবো। এ কারণেই তিনি বাংলায় বক্তৃতা দেন। শাহরুখ মজা করে আরও বলেন, রানিকে দিয়ে বক্তৃতা বাংলায় লিখিয়ে নিয়েছি। ভালো বলতে পারলে আপনারা আমাকে বাহবা দেবেন। আর যদি খারাপ হয় তবে দোষ রানির। শাহরুখ বাংলায় কথা বলা শুরু করতেই উৎসবে উপস্থিত শত শত দর্শক হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বাংলায় কিছুক্ষণ বক্তৃতা করার পর ইংরেজিতেও কথা বলেছেন শাহরুখ। গত বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলায় এ বত্তব্য দেন। মুক্তির অপেক্ষায় ‌থাকা ‘পাঠান’ ছবিটি নিয়েও আলোচনার শীর্ষে এখন শাহরুখ খান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস