বিনোদন

ইনস্টাগ্রামে পোস্ট করে গ্রেপ্তার ইরানের অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী

‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগে আটক হলেন ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। গতকাল ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে। ইরানের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরানজুড়ে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। আর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই বিক্ষোভকে উসকে দেওয়ার অভিযোগ তারানেহ আলিদুস্তির নামে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার জানায়, নিজের করা দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো নথি দিতে ব্যর্থ হওয়ায় পুলিশ আলিদুস্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ হেফাজতে মাশা আমিনি নামের এক নারীর মৃত্যুর জেরে অনেক দিন ধরেই ইরানে চলছে বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে আটক মোহসেন শেখারি নামে এক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেয় ইরান সরকার। আর এই মৃত্যুদণ্ড নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন এই অভিনেত্রী। এ সময় তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য এটি লজ্জা। এত রক্তপাত দেখেও তারা চুপ করে আছে। ইনস্টাগ্রামে করা পোস্ট ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীর গ্রেপ্তারের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের একাধিক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। এটিই প্রথম নয়, এর আগেও ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আটক হয়েছিলেন তারানেহ আলিদুস্তি। ২০১৮ সালে পুলিশ এক নারীকে লাঞ্ছিত করলে টুইট করে প্রতিবাদ করেন এই অভিনেত্রী। প্রতিবাদের শাস্তিস্বরূপ ২০২০ সালে পাঁচ মাস জেলে কাটাতে হয়েছে তাঁকে। পরিচালক আসগর ফরহাদির অস্কার বিজয়ী ছবি ‘দ্য সেলসম্যান’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান তারানেহ আলিদুস্তি। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ‘লায়লাস ব্রাদার্স’ পাম ডি’অর পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। ছবিটি পুরস্কার না পেলেও প্রশংসিত হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস