বিনোদন

বলিউডের পারিশ্রমিক বিতর্কে কী বললেন বিদ্যা বালান

বলিউডে পারিশ্রমিকের দিক দিয়ে নারী ও পুরুষের অভিনেতাদের মধ্যে বিভেদের অভিযোগ বেশ পুরনো। অভিযোগ রয়েছে, একই কাজের জন্য অভিনেতাদের যা পারিশ্রমিক দেওয়া হয় তার থেকে কম পারিশ্রমিক দেওয়া হয় অভিনেত্রীদের। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান। এই বিষয়ের উপর একটি আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন হুমা কুরেশি, নিমরত কৌর, মৃণাল ঠাকুর। ওই আলোচনায় অভিনেত্রী জানান, তিনি পারিশ্রমিক হিসেবে যা পাচ্ছেন তাতেই খুশি। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই আলোচনার বিষয়বস্তু ছিল বলিউডে অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের কম পারিশ্রমিক দেওয়া হয় একই কাজের জন্য। সেখানে এই বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে 'কাহানি' খ্যাত অভিনেত্রী বলেন, এক পারিশ্রমিক নিয়ে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি কোনও বড় অভিনেতার সঙ্গে কাজ করছি না। আমার মনে হয় গোটা বিষয়টার জন্ম এখান থেকেই হয়। বিদ্যা আরও বলেন, আপনি যদি আমি যে ছবিতে অভিনয় করছি সেই ছবির বাজেট অনুযায়ী আমি কত পাচ্ছি সেটা, আর অন্য কোনও বড় বাজেটের ছবিতে একজন অভিনেতা কত পাচ্ছেন সেটার তুলনা করেন তাহলে দেখবেন দুজনের পার্সেন্টেজটা কম বেশি একই। এখন আমার তুলনায় তারা অনেক বড় বাজেটের ছবি করে , তাই তারা বেশি পারিশ্রমিক পায়। আমি তাদের থেকে ১০ গুণ ছোট বাজেটের ছবিতে কাজ করি, তাই ১০ গুণ কম পারিশ্রমিক পাই। কিন্তু আমার কাজের জন্য যা পাই তাতেই খুশি।' এই প্রথমবার যে বিদ্যা বিষয়টি নিয়ে কথা বললেন তা নয়। তিনি এর আগেও এই বিষয় নিয়ে কথা বলেছেন। তখন তিনি স্বীকার করেছিলেন অভিনেতা এবং অভিনেত্রীদের পারিশ্রমিকের মধ্যে একটা গ্যাপ আছে। তবে তিনি বিশ্বাস করেন সময়ের সঙ্গে সঙ্গে এই দূরত্ব মিটে যাবে। বিদ্যা বালানকে শেষবার দেখা গেছে সুরেশ ত্রিবেণীর ছবি ‘জলসা’তে । সেখানে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে তার সঙ্গে ছিলেন শেফালী শাহ, মানব কল, প্রমুখ। তাঁকে আগামীতে প্রতীক গান্ধীর সঙ্গে একটি ছবিতে দেখা যাবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস