বিনোদন

সর্বকালের সেরা অভিনেতার তালিকায় শাহরুখ খান

বলিউড বাদশাহ হিসেবে মুম্বাই সিনে জগতে রাজ করছেন তিন দশক ধরে। তার জনপ্রিয়তা বিশ্বের বহু দেশে ছড়িয়ে গেছে। বলা হয়, ভারতীয় অভিনেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার চেয়ে বেশি জনপ্রিয়তা আর কেউই অর্জন করতে পারেননি। সেই কথাই যেন আরও একবার প্রমাণ হলো। বিশ্বের সর্বকালের সেরা অভিনয়শিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। বলা হচ্ছে শাহরুখ খানের কথা। সর্বকালের সেরা ৫০ জন অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ ম্যাগাজিন ‘এম্পায়ার’। সেখানে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছে শাহরুখের নাম। বিশেষ এই তালিকায় পৃথিবীর বিখ্যাত সব তারকার নাম রয়েছে। মার্লন ব্র্যান্ডো থেকে শুরু করে টম হ্যাঙ্কস, মেরিলিন মনরো, ড্যানজেল ওয়াশিংটন, রবার্ট ডি নিরো, নাটালি পোর্টম্যান, হিথ লেজার, টম ক্রুজ, লিওনার্দো ডিক্যাপ্রিও, টম হার্ডি, কেট উইন্সলেট, আল পাচিনোর মতো তারকারা। শাহরুখ খানের কয়েকটি কালজয়ী চরিত্র ও সিনেমার নাম উল্লেখ করা হয়েছে তার নামের সঙ্গে। এগুলো হলো: দেবদাস মুখার্জি (দেবদাস), রিজওয়ান খান (মাই নেম ইজ খান), রাহুল খান্না (কুছ কুছ হোতা হ্যায়) ও মোহন ভার্গব (স্বদেশ)। সেই সঙ্গে বলা হয়েছে, ‘এই তারকা প্রায় চার দশক ধরে কাজ করছেন এবং তার বিলিয়ন বিলিয়ন ভক্ত রয়েছে। প্রায় সব ধরণের সিনেমায় তিনি পারদর্শী, তিনি করতে পারেন না, এমন কিছু নেই।’ বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায়ও প্রথম দিকেই উল্লেখ করা হয় শাহরুখ খানের নাম। শূন্য থেকে ক্যারিয়ার শুরু করে তিনি যে অসামান্য সাফল্য অর্জন করেছেন, তা সবার কাছেই বিস্ময়কর, অনুপ্রেরণাদায়ক। প্রসঙ্গত, চার বছর পর শাহরুখ নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন। এর নাম ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে এটি। সূত্র: হিন্দুস্তান টাইমস ও এম্পায়ার ম্যাগাজিন


এলএবাংলাটাইমস/আইটিএলএস