এমনিতেই বড়দিনটা বেশ বড়সড় করেই উদযাপন করেন বলিউডের তারকারা। বছর শেষে পার্টি মুডে থাকেন সবাই। এ বছর ছেলে আরহান, মা ও বোনের সঙ্গে বড়দিনের ছুটিটা কাটালেন মালাইকা অরোরা। ২৫ তারিখ উদযাপনের একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই।
তবে প্রেমিক অর্জুন কাপুরকে যে মিস করছেন, সে কথা ছবির ক্যাপশনেই লিখেছিলেন মালাইকা। কিন্তু কেন সেদিন দেখা মিলল না অর্জুনের, প্রকাশ্যে এলো সেই কারণ। প্রায় চার বছরের সম্পর্ক অর্জুন-মালাইকার। অনেকবার ঝড়ঝাপটা এসেছে তাদের সম্পর্কে। কিন্তু প্রতিবারই একে অপরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন তারা।
অভিনেত্রীর বাড়ির কাছে অর্জুনের ফ্ল্যাট। বড়দিনের অনুষ্ঠানে অর্জুনের অনুপস্থিতিতে অনেকেই সন্দেহ করেছিলেন অন্য কিছু।তবে এবার অর্জুন জানালেন, তিনি অসুস্থ। অভিনেতা বড়দিনে নিজের বিছানায় আধশোয়া ছবি শেয়ার করে লেখেন— ‘আমি অসু্স্থ। এ বছরের বড়দিনটা মিস করলাম। তবে চিন্তা করবেন না, কোভিড হয়নি।’ অন্যদিকে মালাইকা লেখেন— ‘আমরা সবাই তোমাকে মিস করছি অর্জুন কাপুর।’ এ মুহূর্তে মালাইকা ব্যস্ত তার শো ‘মুভিং উইথ মালাইকা’ নিয়ে। হাতে একগুচ্ছ ছবির কাজ রয়েছে অর্জুনেরও।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস