'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ভক্তদের জন্য দারুণ সুখবর! এ ফ্র্যাঞ্চাইজির দশম পর্বে ফিরে আসছে জনপ্রিয় চরিত্র 'জিসেল'। এ চরিত্রে অভিনয় করছেন গ্যাল গ্যাদত। এর আগে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ষষ্ঠ পর্বে নিজের প্রেমিককে বাঁচাতে জিসেল ইয়াশার মৃত্যু হয়। সিনেমার নবম পর্বে জিসেলের প্রেমিক হান লিউ ফিরে আসার পর এবার দশম পর্বে ফিরছেন তিনি।
যদিও ছবির সপ্তম কিস্তিতে ফ্ল্যাশব্যাকে গ্যালকে দেখানোর কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত দৃশ্যটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়। অবশেষে দশম পর্বে ফিরছেন ওয়ান্ডার ওমেনখ্যাত এ অভিনেত্রী। তবে জিসেল চরিত্রে গ্যাল গ্যাদত কোন প্রেক্ষাপটে ফিরে আসছেন, তা এখনও পরিস্কার করেনি প্রযোজনা সংস্থা। সম্প্রতি এক সাক্ষাৎকারে গ্যালের ফিরে আসার কথা নিশ্চিত করেন অভিনেতা সুং ক্যাং।
জানা গেছে, 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে যাচ্ছে এটি। ফলে শেষ কিস্তিটিকে আরও বিস্তৃত বলার জন্য দুটি ভাগে ভাগ করা হবে, যা সিনেমার গল্পকে একটি সন্তোষজনক সমাপ্তির দিকে নিয়ে যাবে। এতে আরও অভিনয় করবেন ভেন ডিজেল, টাইরেস গিবসন, লুডাক্রিস, সুং ক্যাং, মিশেল রদ্রিগেজ। এ ছাড়া অভিনেত্রী শার্লিজ থেরনকেও দেখা যাবে। সিরিজটির নতুন এ দুটি পর্ব এক বছরের ব্যবধানে মুক্তি পাবে বলে জানা গেছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস