কয়েকদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদভানি। পর্দায় বেশির ভাগ সময় ঘরোয়া, শান্ত স্বভাবেই দেখা গিয়েছে কিয়ারাকে। অন্য দিকে সিদ্ধার্থ পর্দায় একেবারে নায়কোচিত রূপেই ধরা দিয়েছেন। সিনেমার সেট থেকে তাঁদের প্রেমপর্বের শুরু। বলিউডের অন্যতম মিষ্টি যুগল বলে নামডাকও রয়েছে তাঁদের। কিন্তু এক বার কিয়ারার উপর নাকি বেজায় চটেন সিদ্ধার্থ। নেপথ্যে ছিল বরুণ ধওয়ানের ভূমিকা।
কিয়ারার গালে অতর্কিতে চুমু দিয়ে বসেন অভিনেতা বরুণ ধাওয়ান। ঘটনাটি ঘটে একটি পত্রিকার শুটিংয়ের সময়। পরিচালক অ্যাকশন বলার আগেই কিয়ারা গালে চুম্বন বরুণের। কথাটা কানে যায় সিদ্ধার্থের। তাতেই কিয়ারার উপর নাকি বেজায় ক্ষুব্ধ হন অভিনেতা। দু’জনের মধ্যে এই নিয়ে ঝগড়াও হয়। যদিও সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠদের মতে, দু’জনের মধ্যে বোঝাপড়া অসম্ভব ভাল। একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল তারা।
আনন্দবাজার পত্রিকা বলছে, এই মুহূর্তে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সিড-কিয়ারা। অতিথি-তালিকাও জোরকদমে তৈরি হচ্ছে বলে খবর। বলিপাড়ার গুঞ্জন বলছে, করন জোহর, ক্যাটরিনা কাইফ, ভিকি কুশল, রকুলপ্রীত সিংহ, বরুণ ধাওয়ান- আমন্ত্রিতের তালিকাজুড়ে চাঁদের হাট। এছাড়াও সিড-কিয়ারার ঘনিষ্ঠ প্রযোজক এবং ইন্ডাস্ট্রির অন্যান্য সতীর্থও থাকবেন বিয়েতে। সিড-কিয়ারার প্রথম দেখা ২০১৮ সালে, ‘লাস্ট স্টোরি’ ছবির সেটে। তার পরে ‘শেরশাহ’ ছবিতে জুটি বাঁধতে দেখা যায় এই দুই তারকাকে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস