বলিউডের গ্রিক গড খ্যাত অভিনেতা হৃতিক রোশান। অ্যাকশন ও সুপারহিরো ফিল্মে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেই সঙ্গে অভিনয়সমৃদ্ধ কাজেও পিছিয়ে নেই তিনি। মঙ্গলবার (১০ জানুয়ারি) এই তারকার ৪৯তম জন্মদিন। তাই ভক্তরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।
তবে খবরের শিরোনামে উঠে এলো দুটি বিশেষ শুভেচ্ছা বার্তা। যেগুলো দিয়েছেন সুজান খান ও সাবা আজাদ নামের দুই নারী। আরও স্পষ্ট করে বললে, হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকা।
হৃতিকের সঙ্গে জড়িয়ে থাকা কিছু ফ্রেমবন্দি স্মৃতিকে ভিডিও আকারে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুজান। সঙ্গে লিখেছেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা রেই (হৃতিককে তিনি এই নামে ডাকেন)। জীবনের সেরা ও শক্তিশালী অংশ তোমার অপেক্ষায়। সৃষ্টিকর্তা তোমাকে সীমাহীন আশীর্বাদে রাখুন এবং এই অবস্থান থেকে আরও অনেক ওপরে তুমি পৌঁছে যাও।’ অন্যদিকে সাবা আজাদ হৃতিকের সঙ্গে একটি প্রেমময় ছবি শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। সেই সঙ্গে প্রেমিককে ভাসিয়েছেন প্রশংসায়। ধন্যবাদ জানিয়েছেন জন্মগ্রহণ করার জন্য। হৃতিককে তিনি ‘রো’ বলে সম্বোধন করেন।
শুভেচ্ছাবার্তায় বলেছেন, ‘এটা হলো রো দিন। এই রো, তুমি যখন এই সার্কাসের মধ্য দিয়ে যাচ্ছো, যেটাকে আমরা জীবন বলি; যেখানে তোমার চিরন্তন প্রশস্ত দৃষ্টি, দৃঢ় হৃদয়, তীক্ষ্ণ মস্তিষ্ক, বিরক্তিকর জেদ এবং প্রতিদিন ভালো হওয়ার চেষ্টা রয়েছে। তুমি সমস্ত গৎবাঁধা চিন্তাকে ভেঙে ফেলেছো। মানুষ সাধারণত মাঝেমধ্যে সারপ্রাইজ করতে পারে, কিন্তু তুমি প্রত্যেকদিন নানান উপায়ে তা করতে পারো। পৃথিবী খুব বিচিত্র, কিন্তু তুমি হয়ে এটাকে আরও সুন্দর করে তুলেছো।’
বলা জরুরি, সুজান খানের সঙ্গে ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হৃতিক। ১৪ বছর সংসারের পর ২০১৪ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন। এই প্রাক্তন দম্পতির দুই সন্তান রয়েছে। তাদের জন্য এখনও একসঙ্গে সময় কাটান, ঘুরে বেড়ান হৃতিক-সুজান। এদিকে বছর খানেক হলো তরুণ অভিনেত্রী সাবা আজাদের প্রেমে মজেছেন হৃতিক। প্রথম দিকে লুকোছাপা করলেও এখন তারা প্রকাশ্যেই প্রেম জাহির করছেন।
উল্লেখ্য, ১৯৭৪ সালে নির্মাতা-প্রযোজক রাকেশ রোশানের ঘরে জন্ম নেন হৃতিক রোশান। শিশুশিল্পী হিসেবে আশির দশকেই তার অভিষেক হয়। তবে নায়ক চরিত্রে হৃতিক পর্দায় আসেন ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে। এই সিনেমাই তাকে তারকা বানিয়ে দেয়। এরপর ‘কাভি খুশি কাভি গাম’, ‘কোয়ি মিল গায়া’, ‘কৃশ’, ‘কৃশ থ্রি’, ‘ধুম টু’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘অগ্নিপথ’, ‘সুপার থার্টি’র মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস