বিনোদন

পরী মনির জন্মদিন

ঢালিউডে এ মুহূর্তের সবচেয়ে আলোচিত সুন্দরী নায়িকা পরী মনি।
সেই নায়িকা পরী মণির জন্মদিন ছিল গত২৪
অক্টোবর। তিনি এবার ২৩ বছরে পা দিলেন। এ উপলক্ষে ঐ দিন রাতে রাজধানীর বনানীর একটি
হোটেলে এ উপলক্ষে পার্টি দিয়েছিলেন
তিনি। এতে পরী মণির ঘনিষ্ঠ আত্মীয়স্বজন,
বন্ধুবান্ধব, মিডিয়ার সহশিল্পী ও
পরিচালকরা উপস্থিত ছিলেন।