আবারও সমালোচনার মুখে পড়ে গেছেন সোনম কাপুর। এর আগেও, তাকে নিয়ে সমালোচনা কম হয়নি। তবে, এবার নেটপাড়ায় কড়া সমালোচনার শিকার তিনি।
মা হয়েছেন, দীর্ঘদিন অভিনয় দুনিয়া থেকে দূরেও রয়েছেন তিনি। এখন সম্পূর্ণ ফিট হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন। কখনও মিটিং করছেন তো কখনও প্রকাশ্য স্তন্যপান করিয়ে দর্শকদের প্রশংসা পেয়েছেন। কিন্তু এরমাঝে এমন এক কাণ্ড তিনি ঘটিয়েছেন যাতে দর্শকদের রোষানলে সোনম।
জুতোর ফিতে বাঁধতে পারছিলেন না অভিনেত্রী। তাই পাশে দাঁড়িয়ে থাকা জনৈক ব্যক্তির দিকে পা এগিয়ে দিলেন। আর তিনিও জুতোর ফিতে বেঁধে দিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই যেন একরকম রেগে আগুন নেটপাড়া। তাদের কথায়, একজন বয়স্ক মানুষকে দিয়ে এরকম কাজ করানোর আগে ভাবনা চিন্তাও করেন না সোনম! যদিও ছড়িয়ে পড়া এই ভিডিও বর্তমানে ডিলিট করা হয়েছে সোশ্যাল হ্যান্ডেল থেকে।
এর আগেও নানা অভিযোগ উঠেছে সোনমকে ঘিরে। নিজের মন্তব্য দিয়েই মাঝেমধ্যে দর্শকদের ক্ষোভ সামলেছেন। আবার কেউ কেউ তার অভিনয় নিয়েও কথা শোনাতে ছাড়েন না। তাদের কথায়, অনিল কন্যা বলেই সোনমকে ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস