৯৫তম অস্কারের সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেলো তেলুগু ভাষায় নির্মিত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’। লেডি গাগা ও রিয়ানার মতো হেভিওয়েটদের সঙ্গে লড়বে গানটি।
একই বিভাগে মনোনীত হয়েছে এই দুই পপতারকার গান।এর আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এবং ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছে ‘নাটু নাটু’। এবার গানটির অস্কারজয়ের ব্যাপারে আশাবাদী দর্শক-শ্রোতারা।
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ইংরেজির বাইরে অন্য ভাষার চলচ্চিত্র বিভাগেও পুরস্কার পেয়েছে ‘আরআরআর’।২০২১ সালে সাড়ে চার মিনিট ব্যাপ্তির গান ‘নাটু নাটু’র চিত্রায়ন হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারি বাসভবনের সামনে। এর নৃত্য পরিচালনা করেছেন প্রেম রক্ষিত। এতে ঠোঁট মিলিয়েছেন ও নেচেছেন ভারতের দক্ষিণী তারকা রামচরণ ও জুনিয়র এনটিআর। তাদের নাচ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়। চলচ্চিত্রের গানের জন্য সর্বশেষ ১৪ বছর আগে অস্কার গেছে ভারতে। ২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির ‘জয় হো’ গানের সুবাদে ভারতীয় সুরকার ও সংগীত পরিচালক এআর রাহমান সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক সুর বিভাগে অস্কার জিতেছেন।
ভারত থেকে এবার অস্কারে পাঠানো হয় গুজরাটি ভাষার চলচ্চিত্র ‘ছেলো শো’। এরপর পরিচালক এসএস রাজামৌলি গত বছর ব্যাপক প্রচারণা চালিয়ে অস্কারের ১৪টি বিভাগের জন্য ‘আরআরআর’ জমা দেন। এর পূর্ণ রূপ হলো ‘রাইজ, রোর, রিভল্ট’। ৫৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটির গল্প ১৯২০ সালের পটভূমিতে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করা দুই বিপ্লবী কোমারাম ভীম ও আল্লুরি সীতারামা রাজুকে কেন্দ্র করে।
এলএবাংলাটাইমস/এজেড