বিনোদন

জ্যাকুলিনের ঘরে জোড়া সুখবর

বছর খানেক ধরে সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। অর্থ প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে আইনের গ্যাঁড়াকলে পড়েছেন তিনি। মামলার অভিযুক্ত হয়ে ঘুরতে হচ্ছে থানা থেকে আদালতের দরজায়। এর মধ্যে ক্যারিয়ারেও নেমে এসেছে স্থবিরতা, ব্যর্থতা। এমন দুঃসময়ে জোড়া সুখবর এলো জ্যাকুলিনের জীবনে। একটি হলো, তার অভিনীত হলিউড সিনেমা ‘টেল ইট লাইক আ ওমেন’র একটি গান ৯৫তম অস্কারে মনোনয়ন পেয়েছে। গানটির শিরোনাম ‘অ্যাপ্লজ’। এ গানের কথা ও সংগীতায়োজন করেছেন ডায়ান ওয়ারেন। পারফর্ম করেছেন সোফিয়া কারসন। এটি অস্কারের ‘সেরা মৌলিক গান’ বিভাগে নমিনেশন পেয়েছে।
ছবিটির অংশ হিসেবে উচ্ছ্বসিত জ্যাকুলিন। বলেছেন, ‘আমি এখন নির্বাক। অভিনন্দন ডায়ান ওয়ারেন ওসফিয়া কারসনকে অস্কারে মনোনয়ন পেয়ে আমাদের গর্বিত করার জন্য। এই ছবিতে কাজ করা আমার জন্য সম্মানের।’ এদিকে শুক্রবার (২৭ জানুয়ারি) জ্যাকুলিন পেলেন আরও একটি সুখবর। তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে পাতিয়ালা আদালত। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ প্রতারণা মামলায় জড়ানোর পর থেকে অভিনেত্রীর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চলছিলো। একাধিকবার আবেদনও করেছিলেন অনুমতির জন্য। অবশেষে তা মিললো। জানা গেছে, শিগগিরই জ্যাকুলিন দুবাই যাবেন একটি প্রজেক্টের জন্য। এ বিষয়ে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল বলেন, ‘তিনি প্রত্যেক তারিখে নিয়ম অনুযায়ী আদালতে হাজির হন। একবারও বাদ দেননি। তাছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনও কোনও জোরালো প্রমাণ দাখিল করতে পারেনি। এসব বিষয় আমরা আদালতকে জানিয়েছি। এ-ও বলেছি, এটা অভিনেত্রীর ব্যক্তিগত সফর নয়, বরং তার কাজের জন্য এবং তা গুরুত্বপূর্ণ।’ অনুমতি দিলেও খুব বেশিদিন সময় পেলেন না জ্যাকুলিন। ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যেই নিজের বিদেশ সফর সারতে হবে তাকে। দুবাই থেকে ফিরেই তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন বিচারক। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 
এলএবাংলাটাইমস/আইটিএলএস