গণঅর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’ দেশের পাঁচ সিনেমা হলে মুক্তি পেয়েছে। আজ থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, যমুনা ব্লকবাস্টার, রংপুরের শাপলা, চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ট্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা খন্দকার সুমন। পাঁচ হলে মুক্তি পেলেও দর্শক বাড়লে আগামী সপ্তাহে হলের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা নির্মাতার।
ছবির গল্পে দেখা যায়, গ্রামের কৃষক ফজলু বিয়ের পর বুঝতে পারে নতুন সংসারে স্ত্রী পুতুল একাকিত্ব অনুভব করছে। তার একাকিত্ব দূর করতে ফজলু একটি গাভি কিনে আনে। সংসারে নতুন সঙ্গী পেয়ে পুতুল বাবার বাড়ি ছেড়ে আসার কষ্টগুলো কিছুটা ভুলতে শুরু করে।
এদিকে নদীর উজানে একের পর এক বাঁধের কারণে ভাটি অঞ্চল শুকিয়ে যাচ্ছে। এমন প্রতিকূল পরিবেশে ফজলুর মতো কৃষকদের কৃষিকাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সিনেমার অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।
বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পালসহ অনেকে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস