বিনোদন

পাঁচে তিশা, একুশে নিপুণ

দেশের ২৬টি প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে দুটি ছবি 'বীরকন্যা প্রীতিলতা' ও 'ভাগ্য'। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে লেখা কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে 'বীরকন্যা প্রীতিলতা' ছবিটি। প্রদীপ ঘোষ পরিচালিত এই ছবির নাম-ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এই ছবির সুবাদে দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় দেখা মিলতে যাচ্ছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। তাঁর পাশাপাশি এ ছবির আরও দুটি ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও কামরুজ্জামান তাপু। নির্মাতা জানান, "আজ দেশের পাঁচটি সিনেপ্লেক্সে 'বীরকন্যা প্রীতিলতা' মুক্তি পেয়েছে। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছবিটি বিনামূল্যে দেখানো হবে। এ ছাড়া সিনেমা হলে ছাত্রছাত্রীদের সুযোগ থাকছে হাফ টিকিটে ছবিটি দেখার।" একই দিনে দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাহবুবুর রশিদ পরিচালিত ছবি 'ভাগ্য'। এতে দ্বিতীয়বারের মতো জুটি হিসেবে দেখা যাবে নিপুণ ও মুন্নাকে। এ জুটির পাশাপাশি ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, সাবিহা জামানসহ আরও অনেকে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস