আগেই তাঁর বিরুদ্ধে স্ত্রী একাধিক অভিযোগ করেছিলেন। এবারে সেই অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের একটি আদালত বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নোটিশ পাঠালেন। নওয়াজ়ের স্ত্রী আলিয়া সিদ্দিকি পুলিশকে অভিযোগ করেন যে, তাঁকে খাবার দেওয়া হচ্ছে না! এমনকি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না শৌচাগার! বৈঠকখানার সোফাকেই আপাতত বিছানা হিসেবে ব্যবহার করছেন আলিয়া। আলিয়ার সেসব অভিযোগের ভিত্তিতে এবার আদালত নওয়াজ়কে নোটিশ পাঠিয়েছেন।
আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়, সম্প্রতি আলিয়া সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে- বিলাসবহুল বাড়িতে এক কোণে সন্তানদের সঙ্গে রয়েছেন তিনি। বাথরুমে যেতে গেলে নারী নিরাপত্তাকর্মী এসে বাধা দিচ্ছেন আলিয়াকে। আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকিও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখে খুলেছেন।
অন্য দিকে, নওয়াজের মা মেহেরুন্নিসা সিদ্দিকি পুত্রবধূর বিরদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, আলিয়া বলপূর্বক বাড়িতে প্রবেশ করেছেন। এমনকি, আলিয়া নওয়াজের স্ত্রী নন বলেও দাবি করেছেন তিনি। এই প্রসঙ্গে আলিয়ার আইনজীবী জানান, অনুপ্রবেশের কোনও প্রশ্নই নেই, কারণ ওরা স্বামী-স্ত্রী। শ্বশুরবাড়িতে স্ত্রী থাকলে তাকে অনুপ্রবেশ বলা যায় না বলেও জানিয়েছেন তিনি।
২০২০ সালে নওয়াজ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া। জানিয়েছিলেন, স্বামী কোনও দিন গায়ে হাত না তুললেও তাঁর ভাই শামাশ সিদ্দিকির কাছে মারপিটের শিকার হয়েছিলেন তিনি। তার পর থেকেই আলাদাই থাকতেন তাঁরা। কিন্তু মত পাল্টান আলিয়া। ২০২১ সালে নওয়াজের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করেন আলিয়া। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ফের তাঁদের দাম্পত্য কলহ চর্চার কেন্দ্রে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস