যারা যে ভাষা বোঝেন, তাঁদের সঙ্গে সেই ভাষাতেই কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রনৌত।
গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে না উল্লেখ না করে এ অভিনেত্রী অভিযোগ করেন, রণবীর ও আলিয়া নাকি একজোট হয়ে তাঁর ওপর নজরদারি চালাচ্ছেন।
ওই পোস্টে কঙ্গনা লেখেন, আমি যেখানেই যাচ্ছি আলোকচিত্রীরা খবর পেয়ে যাচ্ছেন। বাড়ির ভেতরে বা বাইরে, সব জায়গায় কেউ আমার ওপর নজরদারি চালাচ্ছেন। শুনেছি ইদানীং আলোকচিত্রীদের নাকি এর জন্য টাকাও দেওয়া হয়। কিন্তু আমি অথবা আমার টিমে কারও সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। এখন তো সন্দেহ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
২৪ ঘণ্টা না যেতেই সেই প্রসঙ্গে ফিরলেন কঙ্গনা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, যারা আমার জন্য চিন্তা করছিলেন, তাঁদের বলে রাখি, গতকাল (রোববার) রাত থেকে আমার বাড়ির চারপাশে আর কোনো সন্দেহজনক ঘটনা ঘটেনি। ক্যামেরা নিয়ে বা না নিয়ে কেউ আমাকে অনুসরণ করেননি। এতেই বোঝা যায়, যারা যে ভাষা বোঝেন, তাঁদের সঙ্গে সেই ভাষাতেই কথা বলা উচিত। কঙ্গনা আরও বলেন, না শুধরোলে বাড়ির ভেতরে ঢুকে গিয়ে মারবো।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস