কিছুদিন আগেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বর্তমানে বিবাহোত্তর সংবর্ধনায় ব্যস্ত সময় পার করছেন বলিউডের এই তারকা দম্পতি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিতর্কিত এক মন্তব্যের মাধ্যমে কিয়ারাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছেন বলিউডের স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে।
বিতর্কিত ওই টুইটে কারও নাম উল্লেখ না করলেও কেআরকে যে কিয়ারাকেই ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট। তার দাবি, কিয়ারা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন। কেআরকে সরাসরি কিয়ারার নাম না বললেও এটা নিশ্চিত যে, তিনি আলোচিত এই বলিউড অভিনেত্রীকে কটাক্ষ করেই ওই টুইট করেছেন। কারণ সম্প্রতি বলিউড তারকা হিসেবে তিনিই সিদ্ধার্থের সঙ্গে মালাবদল করেছেন।
এদিকে এমন বিতর্কিত টুইটের পর স্বঘোষিত এই চলচ্চিত্র সমালোচককে একহাত নিয়েছেন অনেক। কেউ কেউ তাকেও অন্তঃসত্ত্বা হওয়ার পরামর্শ দিয়েছেন। এমন খবর এখন পুরোনো হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তারা। অনেকে তাকে উন্মাদ বলেও আখ্যা দিয়েছেন।
এলএবাংলাটাইমস/এজেড