বিনোদন জগতে যদি ভালোবাসার অনন্য উদাহরণ খোঁজা হয়, তাহলে শাহরুখ খান ও গৌরী খানের নাম আসবে প্রথম দিকেই। তাদের প্রেম শুরু হয়েছিলো, যখন শাহরুখ নিতান্ত সাধারণ এক যুবক ছিলেন। এরপর নানা কাঠখড় পুড়িয়ে পেয়েছেন সফলতার দেখা। হয়েছেন বলিউডের বেতাজ বাদশাহ। কিন্তু গৌরীর সঙ্গে তার ভালোবাসার নদীতে ভাটা পড়েনি এতটুকু। তাই বলিউডপ্রেমীদের কাছে তারা আদর্শ দম্পতি।
শাহরুখ-গৌরীর সম্পর্কের নানান ঘটনা ভক্তদের জানা। এবার অভিনেতা জানালেন, প্রথম ভ্যালেন্টাইনে প্রেমিকা-স্ত্রীকে কী উপহার দিয়েছিলেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এসআরকে। এক ভক্ত জানতে চান, সম্পর্কের প্রথম ভ্যালেন্টাইনে গৌরীকে কী উপহার দিয়েছিলেন। জবাবে শাহরুখ বলেন, ‘এটা তো প্রায় ৩৪ বছর হয়ে গেছে, তাই না? যদি ঠিকঠাক মনে করতে পারি, আমার মনে হয় এটি গোলাপি রঙের এক জোড়া প্লাস্টিকের কানের দুল ছিলো।’
দিল্লিতে থাকতেই গৌরীর সঙ্গে শাহরুখের পরিচয় ঘটে। ১৯৮৪ সালে এক বন্ধুর পার্টিতে তাদের প্রথম দেখা হয়। তখন শাহরুখের বয়স ১৮ আর গৌরী ১৪ বছরের কিশোরী। পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, শুরু হয় তুমুল প্রেম। প্রেমিক হিসেবে শাহরুখ একটু বেশি অধিকার খাটাতে চাইতেন। যা গৌরীর পছন্দ ছিলো না। তাই তিনি সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন। এজন্য রাগ করে দিল্লি থেকে মুম্বাইতে চলে আসেন। কিন্তু হাল ছাড়লেন না শাহরুখ। প্রেমিকার পিছু পিছু তিনিও চলে আসেন মুম্বাই এবং সমুদ্র সৈকতগুলোতে তাকে খুঁজতে থাকেন।
কয়েকটি সৈকতে খোঁজার পর আচমকা গৌরীর আওয়াজ শুনতে পান। তাকে উদ্দেশ্য করে গৌরীর প্রশ্ন ছিলো, ‘তুমি এখানে কী করছো?’ এরপর? আর রাগ-ক্ষোভ নয়, কল্পনার মতো এক সম্পর্কের সূচনা হয়েছিলো। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ ও গৌরী। বর্তমানে তাদের সংসার আলো করে আছে দুই ছেলে আরিয়ান, আব্রাম ও এক কন্যা সুহানা।
শাহরুখ-গৌরীর সম্পর্কের আরও একটি মজার ঘটনা এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শেয়ার করেছিলেন অভিনেতা। বিয়ের পর স্ত্রীকে কথা দিয়েছিলেন হানিমুনে প্যারিস নিয়ে যাবেন। কিন্তু অর্থ ও সময়ের অভাবে পারেননি। একদা শাহরুখের শুটিং লোকেশন ঠিক হয় পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। প্যারিসের কথা বলে সেখানেই গৌরীকে নিয়ে যান বাদশাহ।
প্রায় শূন্য পকেটে ঘুরে বেড়ানো এক যুবকের হাত ধরেছিলেন গৌরী। বিশ্বাসে ভর দিয়ে সেই হাত আর ছাড়েননি। এখন তাদের জীবনে অপ্রাপ্তি বলে কিছুই নেই। তাই ভালোবাসায় জিতে যাওয়া দম্পতির কথা উঠলেই উৎকৃষ্ট উদাহরণ হয়ে ধরা দেন শাহরুখ-গৌরী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস