বিনোদন

মডেল- অভিনেত্রী সুজানার রঙ্গিন সময়

দেড় দশক আগে মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন দর্শকপ্রিয় মডেল- অভিনেত্রী সুজানা
জাফর। তিনি র্যাম্পে ও মিউজিক ভিডিওর মডেল হয়ে সবার নজর কাড়েন।
পাশাপাশি সুদক্ষ অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় দর্শকদের হৃদয় হরণ করে নিতে সক্ষম হয়েছিলেন
সুজানা। কিন্তু মাঝে কয়েক বছর তার ক্যারিয়ারে যেন ভাটা পড়েছিল। তবে
আবারো মিডিয়ায় তার সুদিন ফিরে এসেছে।
বর্তমানে সুজানা বিভিন্ন নির্মাতার হাফ ডজন ধারাবাহিকে কাজ করছেন।
তার অভিনীত এ ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে- 'গন্তব্য নিরুদ্দেশ', 'অপূর্বা',
'অতিথি পাখি', 'ঘোমটা', 'গেইম', 'তিনকন্যা' ইত্যাদি। এছাড়া সুজানা ঈদুল
আজহা ও ঈদুল ফিতরের মতো বিশেষ দিনগুলোর জন্য নির্মাতাদের চাহিদা
সম্পন্ন অভিনেত্রীতে পরিণত হয়েছেন।

সম্প্রতি অভিনয় ছাড়াও সুজানা কয়েকটি
মিউজিক ভিডিওতে কাজ করেও
আলোচনায় এসেছেন। এরই মধ্যে তার
'আড়াল', 'মানে না মন', 'ভালো লাগে না'
মিউজিক ভিডিওগুলো দারুণ প্রশংসিত
হয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি
'ঘুম হয়ে' শীর্ষক একটি মিউজিক ভিডিও
প্রকাশিত হয়েছে। এ ভিডিওতে সুজানা
নিজেকে বেশ আবেদনময়ী বেশে মেলে
ধরেছেন। এরপর থেকেই প্রতিনিয়তই
চিত্রনির্মাতারা তার কাছে
চলচ্চিত্রের প্রস্তাব নিয়ে আসছেন। তবে
নিজেকে সম্পূর্ণ প্রস্তুত না করে
চলচ্চিত্রে নাম লেখাতে একেবারেই
নারাজ সুজানা।
এ প্রসঙ্গে সুজানা বলেন, 'এখন
অভিনয়টাকে প্রফেশনালি নিয়েছি।
তাই চলচ্চিত্রেও কাজ করার ইচ্ছা আছে।
তবে এখনই হুট করে বড়পর্দায় নাম
লেখাতে চাই না।'
ক্যারিয়ার প্রসঙ্গে সুজানা বলেন,
'ক্যারিয়ারের শুরু থেকেই আমি মানসম্পন্ন
বিজ্ঞাপনে মডেলিং, নাটক, টেলিছবি
এবং মিউজিক ভিডিওতে কাজ করে সব
শ্রেণির দর্শকের সমান গ্রহণযোগ্যতা লাভ
করেছি। এছাড়া এখনো নাটকে
চ্যালেঞ্জিং সব চরিত্রে রূপদান করে
অভিনয়ে সিদ্ধহস্ত হচ্ছি। তাই মিডিয়ায়
এই দীর্ঘ ১৪ বছরে আট-দশটা তারকার
তুলনায় কাজ কিছুটা কম করলেও মান সম্মত
অভিনয়ের জন্যই আমার দর্শকপ্রিয়তা
এখনো অক্ষুণ্ন রয়েছে। ভবিষতেও আমি এ
ধারাবাহিকতা ধরে রাখতেই চাই।'
২০০১ সালে সুজানা বিজ্ঞাপনের
মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে
পদচারণা শুরু করেন। তবে ২০০৫ সালে
নির্মাতা অমিতাভ রেজার
বাংলালিংকের একটি বিজ্ঞাপনে
কাজ করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন।
এরপর থেকে তাকে আর পেছনে ফিরে
তাকাতে হয়নি। সুজানা কখনই
গতানুগতিক কাজে গা ভাসিয়ে দেননি।
তার ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি
৩৫টিরও বেশি বিজ্ঞাপনে মডেল
হয়েছেন।