বিনোদন

আজকাল শুধু বাড়িতে থাকতে মন চায় রণবীরের, কেন?

রণবীর কাপুর তার আসন্ন রিলিজ ‘তু ঝুঠি মে মাক্কার’-এর প্রচার শুরু করেছেন। এ সিনেমায় তিনি প্রথমবার শ্রদ্ধা কাপুরের বিপরীতে জুটিবদ্ধ হন। সিনেমার প্রচারের সময়েই বাবা হিসেবে যে নতুন ভূমিকায় তিনি সদ্য পা রেখেছেন, তা নিয়ে কথা বললেন। রণবীর ও আলিয়া ৬ নভেম্বর মেয়ে রাহার জন্ম দেন। রণবীর সদ্যই সন্দীপ রেড্ডি ভাঙারের নতুন সিনেমা অ্যানিমালের কাজ শেষ করেছেন। ইভেন্টে এসেছিলেন একটি সাদা টি-শার্টের ওপরে একটি অফ-সবুজ জ্যাকেট পরে। অনুষ্ঠানে তাকে তার মেয়ে রাহা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানে মেয়েকে নিয়ে নিজের অনুভূতি ব্যাখ্যা করেন। তিনি জানান, এখন আর কাজে যেতে মন চায় না। সবসময় বাড়িতেই থাকতে চান মেয়ের পাশে। রণবীর বলেন, আমার মনে হলো অর্ধেক জীবন তো হয়ে গেছে আর কী করার আছে। বিয়েও হয়ে গেছে। বউকে ভালোবাসি। কিন্তু রাহা আসার পর একদম একটা ভিন্ন চিত্রের মুখোমুখি হলাম। এটা একটা নির্মল আনন্দ। আপনারা জানেন আমি আজকাল কেবল বাড়িতে থাকতে চাই। আমি শুধু আমার মেয়ের সঙ্গে থাকতে চাই। যদিও জানি এটা করা আমার পক্ষে সম্ভব নয়। তবে এটা জীবনের সেরা একটা অনুভূতি।     এলএবাংলাটাইমস/আইটিএলএস