রোজই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে থাকেন বলিউড 'কুইন' কঙ্গনা রানাউত। এবার তিনি নিজেকে ভারতীয় সিনেমার দুনিয়ায় চিরন্তন সুন্দরী বলে পরিচিত 'মধুবালা'র সঙ্গে তুলনা করেছেন। এ কথায় নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন নায়িকা। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মধুবালার মৃত্যুবার্ষিকী ছিল। তার মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন কঙ্গনা। কিন্তু সেই শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে তার সৌন্দর্যের সঙ্গে নিজের রূপের তুলনা টেনেছেন অভিনেত্রী।
কঙ্গনা লেখেন, ‘দর্শকরা চান আমি পর্দায় সিনেমার দেবী মধুবালার চরিত্রে অভিনয় করি, আমি যখন কাজ শুরু করি, তখন আমি মধুবালার ছোটবেলার প্রতিরূপ ছিলাম, যদিও এ বিষয়ে আমি নিশ্চিত নই।’ মধুবালার দুটি ছবির সঙ্গে নিজের দুটি ছবি একত্র করেছেন কঙ্গনা। যেখানে রয়েছে মধুবালার একটি সাদাকালো ও একটি রঙিন ছবি। তার দুপাশে একটি ছবিতে কঙ্গনাকে কালো ব্লাউজ ও স্কার্টে দেখা যাচ্ছে। আর অন্য ছবিতে সবুজ গাউন পরে হাতে পুরস্কারের ট্রফি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। যেগুলো দেখে কঙ্গনা নিজেই বিস্ময় প্রকাশ করে লিখেছেন— 'হে ভগবান! ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সেই প্রথম বছর।'
এদিকে কঙ্গনার এই পোস্টে নেটপাড়ায় এখন হাসির রোল। কেউ বলেছেন, ‘কঙ্গনার মুখ এমন কথা শুনে মধুবালা স্বর্গে আয়নায় নিজের মুখটা হয়তো আরেকবার দেখে নিলেন!’ কেউ রেগে গিয়ে লিখেছেন, ‘কঙ্গনার কতবড় স্পর্ধা!’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে। ১৯৪০, '৫০ ও '৬০— এই সময়কালে সিনেমার দুনিয়ায় অন্যতম সুপারস্টার ছিলেন মধুবালা। দিলীপ কুমারের বিপরীতে তার ১৯৬০ সালের ‘মুঘল-ই-আজম’ ভারতীয় সিনেমার দুনিয়ায় অন্যতম চর্চিত ছবি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস