চলচ্চিত্র নিয়ে দোটানায় পড়েছেন এ সময়ের মডেল-অভিনেত্রী
অমৃতা খান। চিত্রাঙ্গনে পা রেখেই হাফ ডজন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তিনি।
এরমধ্যে 'গেইম', 'পাগলা দিওয়ানা' ও 'গুন্ডা-
দ্য টেরোরিস্ট' ছবিগুলো সম্প্রতি মুক্তি
পেয়েছে। ছবিগুলোতে অমৃতার অভিনয়ও
দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। তবে রাজু
আহমেদ পরিচালিত 'অসম প্রেম', সাইফ
চন্দনের 'টার্গেট' এবং আতিক রহমানের
'অন্তরে অন্তরে' শীর্ষক ছবিগুলোর সিংহভাগ
কাজ ঝুলে রয়েছে। যে কোনো মুহূর্তে
ছবিগুলোর শুটিং শুরু হওয়ার ঘোষণা আসতে
পারে। তাই এগুলোর শুটিং শেষ না করে নতুন
কোনো চলচ্চিত্রও হাতে নিতে পারছেন না
অমৃতা। সেই কারণে একপ্রকার বাধ্য হয়েই
নতুন একাধিক ছবির প্রস্তাব ফিরিয়ে
দিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে অমৃতা খান বলেন, 'চলচ্চিত্রে ক্যারিয়ার লক্ষ্যেই আমি
মূলত মিডিয়াতে কাজ শুরু করেছি। আমার
বিশ্বাস সেই লক্ষ্যপূরণে আমি সঠিক পথে
এগিয়ে চলছি। তবে বেশকিছু ছবির শুটিং
সিডিউল নিয়ে বিপাকের মধ্যে রয়েছি। এই
ছবিগুলোর শুটিং অনেক দিন আগে শুরু হয়ে
এখনও অসমাপ্ত রয়েছে। এসব ছবির
কোনোটার কাজ ৩০ ভাগ কোনোটার ৫০
ভাগের মতো শেষ হয়েছে। কাজ কখন আবার
শুরু হয়ে যায়_ তাই আমি অন্য নতুন কোনো
ছবির কাজও হাতে নিচ্ছি না। কারণ আমি
নতুন কোনো কাজ শুরু করেছি। এমন সময়
অসমাপ্ত ছবির জন্য শুটিংয়ের তাগাদা এলে,
আমাকে সিডিউল জটিলতায় ভুগতে হবে।
আমি সেটা চাই না। কারণ আমি সময়ের
ব্যাপারে খুব সচেতন। সিডিউল ফাঁসানোর
অভ্যাস আমার নেই।'
এদিকে আসছে ফেব্রুয়ারি থেকে 'সোনার
চর' শীর্ষক একটি নতুন ছবির শুটিং শুরু করতে
যাচ্ছেন অমৃতা। সম্প্রতি এ ছবিতে চুক্তিবদ্ধ
হয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন
জাহিদ হোসেন। এছাড়াও তার কাছে
একাধিক ছবির প্রস্তাব রয়েছে। নতুন ছবিতে
কাজ প্রসঙ্গে অমৃতা খান বলেন, 'এখন থেকে
প্রতিষ্ঠিত নির্মাতাদের ছবিতে চুক্তিবদ্ধ
হব। যাতে এ ধরনের বিড়ম্বনায় পড়তে না হয়।'
উল্লেখ্য, অমৃতা খান নৃত্য দিয়ে মিডিয়ায়
পদার্পণ করেন। তিনি বিজ্ঞাপনচিত্রে কাজ
করে পরিচিতি পান। এ পর্যন্ত তিনি প্রাণ
মি. নুডলস, চন্দন হেয়ার রিমোভার, চন্দন
ক্রিম, স্পেলিং বি, পাওয়ার ভয়েস, বস্ন্যাক
টাইগার, নাইমা গ্র্যান্ড প্যালেস প্রভৃতি
বিজ্ঞাপনচিত্রে কাজ করে প্রশংসিত
হয়েছেন।
অমৃতা খান। চিত্রাঙ্গনে পা রেখেই হাফ ডজন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তিনি।
এরমধ্যে 'গেইম', 'পাগলা দিওয়ানা' ও 'গুন্ডা-
দ্য টেরোরিস্ট' ছবিগুলো সম্প্রতি মুক্তি
পেয়েছে। ছবিগুলোতে অমৃতার অভিনয়ও
দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। তবে রাজু
আহমেদ পরিচালিত 'অসম প্রেম', সাইফ
চন্দনের 'টার্গেট' এবং আতিক রহমানের
'অন্তরে অন্তরে' শীর্ষক ছবিগুলোর সিংহভাগ
কাজ ঝুলে রয়েছে। যে কোনো মুহূর্তে
ছবিগুলোর শুটিং শুরু হওয়ার ঘোষণা আসতে
পারে। তাই এগুলোর শুটিং শেষ না করে নতুন
কোনো চলচ্চিত্রও হাতে নিতে পারছেন না
অমৃতা। সেই কারণে একপ্রকার বাধ্য হয়েই
নতুন একাধিক ছবির প্রস্তাব ফিরিয়ে
দিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে অমৃতা খান বলেন, 'চলচ্চিত্রে ক্যারিয়ার লক্ষ্যেই আমি
মূলত মিডিয়াতে কাজ শুরু করেছি। আমার
বিশ্বাস সেই লক্ষ্যপূরণে আমি সঠিক পথে
এগিয়ে চলছি। তবে বেশকিছু ছবির শুটিং
সিডিউল নিয়ে বিপাকের মধ্যে রয়েছি। এই
ছবিগুলোর শুটিং অনেক দিন আগে শুরু হয়ে
এখনও অসমাপ্ত রয়েছে। এসব ছবির
কোনোটার কাজ ৩০ ভাগ কোনোটার ৫০
ভাগের মতো শেষ হয়েছে। কাজ কখন আবার
শুরু হয়ে যায়_ তাই আমি অন্য নতুন কোনো
ছবির কাজও হাতে নিচ্ছি না। কারণ আমি
নতুন কোনো কাজ শুরু করেছি। এমন সময়
অসমাপ্ত ছবির জন্য শুটিংয়ের তাগাদা এলে,
আমাকে সিডিউল জটিলতায় ভুগতে হবে।
আমি সেটা চাই না। কারণ আমি সময়ের
ব্যাপারে খুব সচেতন। সিডিউল ফাঁসানোর
অভ্যাস আমার নেই।'
এদিকে আসছে ফেব্রুয়ারি থেকে 'সোনার
চর' শীর্ষক একটি নতুন ছবির শুটিং শুরু করতে
যাচ্ছেন অমৃতা। সম্প্রতি এ ছবিতে চুক্তিবদ্ধ
হয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন
জাহিদ হোসেন। এছাড়াও তার কাছে
একাধিক ছবির প্রস্তাব রয়েছে। নতুন ছবিতে
কাজ প্রসঙ্গে অমৃতা খান বলেন, 'এখন থেকে
প্রতিষ্ঠিত নির্মাতাদের ছবিতে চুক্তিবদ্ধ
হব। যাতে এ ধরনের বিড়ম্বনায় পড়তে না হয়।'
উল্লেখ্য, অমৃতা খান নৃত্য দিয়ে মিডিয়ায়
পদার্পণ করেন। তিনি বিজ্ঞাপনচিত্রে কাজ
করে পরিচিতি পান। এ পর্যন্ত তিনি প্রাণ
মি. নুডলস, চন্দন হেয়ার রিমোভার, চন্দন
ক্রিম, স্পেলিং বি, পাওয়ার ভয়েস, বস্ন্যাক
টাইগার, নাইমা গ্র্যান্ড প্যালেস প্রভৃতি
বিজ্ঞাপনচিত্রে কাজ করে প্রশংসিত
হয়েছেন।