বাংলাদেশের আলোচিত দুই অভিনেত্রী শবনম বুবলি ও আফিয়া নুসরাত বর্ষা। নানান কারণে এখন প্রায় নিয়মিতই খবরের শিরোনাম হন বুবলি। বর্ষা সিনেমার বাহিরে খুব একটা কথা বলেন না। রোববার মধ্যরাত থেকে দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে অন্যরকম আলোচনা দেখা যায়। বর্ষা ও বুবলি একজনের প্রতি অন্যজনের সম্মান, স্নেহ ও ভালোবাসা দেখে ভক্তেদর প্রশংসায় ভাসছেন দুই জন।
শুরুটা হয় মূলত বর্ষার ফেসবুক পোস্ট থেকে। রোববার মধ্যরাত, আনুমানিক ১২টা নাগাদ বুবলি ও তার ছেলে শেহজাদ খান বীরের একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন বর্ষা। ছবিটিতে দেখা যায়, সাদা রঙের একটি শড়ি পরে বীরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন বুবলি। ছবিটির ক্যাপশনে বর্ষা লেখেন,‘ সুন্দর’। আবার বুবলিকে ট্যাগও করেন।
সোমবার দুপুরে ওই পোস্টটি আবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে বুবলি লিখেন, ‘ধন্যবাদ বর্ষা আপু, অনেক ভালোবাসা’।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস