গত নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছোট্ট রাহা কাপুরকে নিয়ে সুখের সংসার আলিয়া ও রণবীরের। রাহার বয়স সবে চার মাস। কিন্তু এই তাকে নিয়ে উৎসাহের অন্ত নেই আলিয়া ভাটের।
সন্তানের জন্মের পর কিছু সময়ের বিরতি নিয়েছেন রণবীর-ঘরণী। ইতোমধ্যে কাজে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে ছোট রাহাকে নিয়ে রয়েছে অনেক স্বপ্ন। মেয়ের যখন ২৫ বছর বয়স হবে, তখন রাহার কাছে কী কী চাহিদা থাকবে জানালেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি আশা করব জীবনের ওই পর্যায়ে ও খুশিতে থাকবে, আনন্দে থাকবে। নিজেকে ভালোবাসতে শিখবে। নিশ্চয়ই অন্য কারও প্রেমে পড়বে। তার চেয়েও গুরুত্বপূর্ণ আমার সঙ্গে এখন যতটা সময় কাটায়, তখনো ঠিক ততটাই সময় দেবে আমাকে।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস