সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দুজনই বলিউডের আলাদা নক্ষত্র। যদিও ঘর বেঁধেছেন একসঙ্গে। দুজনের বয়সের পার্থক্য ১০ বছরের। সাইফের মতে, বয়সের এই তফাৎ নাকি সম্পর্কের জাদু ধরে রাখে।
এক সাক্ষাৎকারে তিনি হেসে বলেন, প্রত্যেক পুরুষেরই উচিত বয়সে বেশ খানিকটা ছোট, সুন্দরী নারীকে বিয়ে করা। খবর আনন্দবাজার পত্রিকার। সাইফ এর পরই নিজের উদাহরণ টেনে জানান, কারিনাকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে ভালো ব্যাপার। বলেন, ছেলেরা একটু দেরিতে পরিণত হয়, মেয়েরা তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যায়।
এর আগে বয়সে বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৮ সালে টাশান ছবির সেটে কারিনার প্রেমে পড়েন সাইফ। দুই বছর পর বিয়ে করেন এ দুই তারকা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস